Advertisment

TMC Foundation Day: অভিষেককে নিয়ে জোর চর্চা দলের অন্দরেই, তার মাঝে প্রতিষ্ঠা দিবসে বিরাট বার্তায় চমকে দিলেন

TMC Foundation Day: ২৭ পেরিয়ে ২৮ শে পা। বুধবার সকাল থেকে রাজ্যজুড়ে প্রতিষ্ঠা দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস। সামনেই ২০২৬-এ বিধানসভা নির্বাচন।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC Observes Foundation Day

দলের অন্দরেই অভিষেককে নিয়ে বইছে মৃদুমন্দ বাতাস, তার মাঝেই প্রতিষ্ঠা দিবসে বড় বার্তা

TMC Foundation Day:  ২৭ পেরিয়ে ২৮ শে পা। বুধবার সকাল থেকে রাজ্যজুড়ে প্রতিষ্ঠা দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস। সামনেই ২০২৬-এ বিধানসভা নির্বাচন। দলের অন্দরে মৃদুমন্দ বাতাস বইছে। নিজের লোকসভা কেন্দ্রে কর্মসূচি নিলেও প্রকাশ্যে সাংগঠনিক কর্মসূচিতে দেখা মিলছে না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারই মধ্যে তৃণমূল শুরু করে দিয়েছে ২০২৬  বিধানসভা নির্বাচনের প্রস্তুতি।

Advertisment

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়। একই সঙ্গে  তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায় দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তায় লিখেছেন, "আসুন আমরা নতুন আশা এবং সংকল্পকে সামনে রেখে এগিয়ে চলি। এই বছর সকল  চ্যালেঞ্জের ঊর্ধ্বে উঠে সম্প্রীতি বজায় রেখে সকলের উজ্জ্বল ভবিষ্যত গড়ার লক্ষ্যে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে"।

নিজের এক্স হ্যান্ডেলে প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা বার্তায় দলনেত্রী  লিখেছেন, 'একের পর এক প্রতিবন্ধকতা সত্ত্বেও যে মাইলফলকগুলি অর্জন করেছে দল তা আপনাদের ভালবাসা এবং একতার জন্যই'।  আমাদের মূল শক্তি- মা, মাটি। মানুষের লাগাতার সমর্থনের জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ'। আপনাদের আস্থা এবং বিশ্বাসই যাবতীয় আক্রমণ ও শোষণের শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আমাদের সংকল্পকে আরও শক্তি দেয়'।  

Advertisment

নতুন সংকল্পের বার্তা দিয়ে অভিষেক দলীয় কর্মীদের উদ্দেশ্যে লিখেছেন, "আসুন আমরা নতুন আশা এবং সংকল্পকে সামনে রেখে এগিয়ে চলি। এই বছর সকল  চ্যালেঞ্জের ঊর্ধ্বে উঠে সম্প্রীতি বজায় রেখে সকলের উজ্জ্বল ভবিষ্যত গড়ার লক্ষ্যে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে"।  ২০২৪ এর যাবতীয়  চ্যালেঞ্জের কথা উল্লেখ করে অভিষেক লিখেছেন, "গত বছর আমাদের ধৈর্য্যের অনেক পরীক্ষা দিতে হয়েছে, প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আজ আমরা আরও শক্তিশালী। যারা আমাদের বিভক্ত, বঞ্চিত করতে চাই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিশ্রুতিতে আজ আমরা অটল"। 

দলের সকল নেতা কর্মীদের বুথে বুথে প্রতিষ্ঠা দিবস পালনের নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল কংগ্রেসের জন্ম ও তার সংগ্রামী ইতিহাসের কথা তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার বার্তাও দিয়েছেন তিনি । 

Abhishek mamata
Advertisment