Advertisment

Banglar Bari: 'বাংলার বাড়ি'র উপভোক্তার কাছে ১০ হাজার টাকা 'কাটমানি' দাবি, কাঠগড়ায় তৃণমূলের প্রধান

Banglar Bari-Purba Bardhaman News: 'বাংলার বাড়ি' প্রকল্পে দুর্নীতি রুখতে আগেই প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর দলের প্রধানের বিরুদ্ধেই উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Banglar Bari,purba bardhaman news,memari,west bengal news,latest bengali news,বাংলার বাড়ি, পূর্ব বর্ধমান

Banglar Bari: বাংলার বাড়ি প্রকল্পে 'কাটমানি' চাওয়ার অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।

Banglar Bari: 'বাংলার বাড়ি' প্রকল্পে সরকারি অনুদান পাওয়া এক গরিব উপভোক্তার কাছে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল খোদ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ক্ষুব্ধ উপভোক্তা কাটমানি না দিয়ে প্রশাসনের দ্বারস্থ হন। সেই কারণে উপভোক্তার নির্মীয়মাণ বাড়ির দেওয়ালের একাংশ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ওই পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে। এমন গুরুতর ঘটনা সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে পূর্ব বর্ধমান মেমারি ১ ব্লক প্রশাসন ও মেমারি থানা। 

Advertisment

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উপভোক্তা ফুলন বিবি শেখের বাড়ি মেমারি ১ নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সীতারাম বাটি গ্রামে। ইতিমধ্যেই তিনি 'বাংলার বাড়ি' প্রকল্পে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পেয়েছেন। ব্লকের বিডিও’র কাছে দায়ের করা অভিযোগে ফুলন বিবি শেখ জানিয়েছেন, তিনি 'বাংলার বাড়ি' প্রকল্পে প্রথম কিস্তির টাকা পাওয়ার পর তাঁর কাছে ১০ হাজার টাকা চান দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক সরকার। কিন্তু তিনি টাকা দিতে রাজি হননি। তারপরেই তিনি পুকুর বুজিয়ে বাড়ি করছেন বলে অভিযোগ এনে নোটিশ পাঠিয়ে তাঁর বাড়ি তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়। পঞ্চায়েত প্রধান ও প্রধানের এক অনুগামী তাঁকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ। এরপরেও তাঁর নির্মীয়মাণ বাড়ির একাংশ ভেঙে দেওয়া হয় বলে উপভোক্তা ফুলন বিবি শেখ 
অভিযোগ করেছেন। 

ফুলন বিবি শেখ জানিয়েছেন, সরকারি খাস জমিতেই তিনি পরিবার নিয়ে বসবাস করেন। তাঁর মতোই গ্রামের আরও দু’জন সরকারি খাস জমিতে বসবাস করেন। তাঁরাও 'বাংলার বাড়ি' পেয়েছেন। একই পুকুর পাড়ে তারাও বাড়ি তৈরি করছেন। কোনও কারণে তাদের বাড়ি তৈরিতে বাধা দেওয়া হয়নি। কিন্তু তিনি পঞ্চায়েত প্রধানকে ১০ হাজার টাকা দেননি বলে তাঁর বাড়ি তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ব্লক প্রশাসন এই ঘটনার বিহিত না করলে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে সবিস্তারে জানাবেন বলে ফুলন বিবি শেখ জানিয়েছেন। 

আরও পড়ুন- Budget 2025 Highlights in Bengali: 'কিছু পেল না বাংলা, বিহারে ভোট বলেই ঢালাও বরাদ্দ বাজেটে', মন্তব্য অভিষেকের

Advertisment

এদিকে দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক সরকার যদিও উপভোক্তা ফুলন বিবি শেখের আনা সব সব অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁর সাফাই, "গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হচ্ছি। আমায় কালিমালিপ্ত করতেই এই ধরনের কথা বলা হচ্ছে। টাকা চাওয়ার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। ফুলন বিবি শেখের বাড়িটি যে জায়গায় ছিল তা নিয়ে কোনও সমস্যা ছিল না। এখন ওই উপভোক্তা তার বাড়ির কাছের একটা পুকুরের কিছুটা অংশ বুজিয়ে সেই জায়গা দখল করে বাড়ি করছিলেন। তা নিয়ে  স্থানীয়রা অভিযোগ জানান। সেই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই। অভিযোগের সত্যতা থাকায় ফুলন বিবি শেখকে পুকুর না বুজিয়ে আগে যে জায়গায় বাড়ি ছিল, সেখানেই বাড়ি করার কথা বলি। ফুলন বিবি শেখ না মানলে 
পঞ্চায়েত থেকে নোটিশ পাঠানো হয়েছে।"

আরও পড়ুন- West Bengal News Live:গা শিউরে ওঠার মতো ঘটনা বনগাঁয়, তরতাজা ছেলেকে ইট দিয়ে থেঁতলে খুন করল বাবা

মেমারি ১ ব্লকে বিডিও শতরুপা দাস জানিয়েছেন, দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক উপভোক্তার আনা অভিযোগের ভিত্তিতে ব্লক প্রশাসনের তরফে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি বিষয়টি নিয়ে তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্ট জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশ মতো পদক্ষেপ করা হবে। 

Bengali News Today Purba Bardhaman news in west bengal news of west bengal Banglar Bari
Advertisment