TMC Protest Rally: নাবালিকার শ্লীলতাহানি, গ্রেফতারির দাবিতে এবার পথে খোদ তৃণমূল, পুলিশেও অনাস্থা শাসকের?

TMC Protest Rally: এযেন উল্টোপুরান! শাসকদলই এবার দুস্কৃতীদের গ্রেফতারির দাবিতে পথে নামল, মিছিল থেকে উঠল আওয়াজ। রবিবার এমনই দৃশ্য দেখা গেল দমদমে।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC Protest Rally Aganist molestation aganist Minorgirl Dumdum

এযেন উল্টোপুরান! শাসকদলই এবার দুস্কৃতীদের গ্রেফতারির দাবিতে পথে নামল

TMC Protest Rally: এযেন উল্টোপুরান! শাসকদলই এবার দুস্কৃতীদের গ্রেফতারির দাবিতে পথে নামল, মিছিলে আওয়াজ তুললো। রবিবার এমনই দৃশ্য দেখা গেল দমদমে।

Advertisment

গত মাসের ১৯ তারিখ নাগেরবাজার থানায় দুই নাবালিকার পরিবারের পক্ষ থেকে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনায় এখনও অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় রবিবার দক্ষিণ দমদম পুরসভার ১৩নং ওয়ার্ডে শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল করা হয়। 

দোষীর গ্রেফতারির দাবিতে শাসকদলের স্থানীয় সভাপতি থেকে মহিলা নেত্রী কাউন্সিলররা পথে নামে। প্রসঙ্গত, ১৩নং ওয়ার্ডের বাসিন্দা দুই নাবালিকার শ্লীলতাহানির ঘটনা ঘটে। সেই ঘটনায় অভিযুক্ত শাসকদলেরই প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ বলে অভিযোগ করেন নাবালিকার পরিবার। 

বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার জন্য 'সেকু-মাকু'দের দুষে পথে এবার শুভেন্দু, ছুঁড়লেন হুঙ্কার

Advertisment

নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনও গ্রেফতার না হওয়ায় এদিন ১৩ নম্বর ওয়ার্ডে শাসক দলের তৃণমূলের তরফে প্রায় ৫ হাজার মানুষ মিছিল করে দোষীর গ্রেফতারের দাবি জানায়। পাশাপাশি এলাকায় দুষ্কৃতীরাজের বিরুদ্ধে সরব হয় তারা এই মিছিল থেকে।

এখনও পর্যন্ত অভিযুক্ত গ্রেফতার হয়নি। পুলিশ কি এ ব্যাপারে সক্রিয় নয়? এপ্রশ্ন উঠলেও পুলিশের ভূমিকা নিয়ে কোন মন্তব্য করতে চান নি তৃণমূল নেতা রাজু সেনশর্মা। 

দক্ষিণ দমদম বিধানসভার তৃণমূল সভাপতি বলেন, "মন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দুই নাবালিকার পরিবার দেখা করেছেন। মন্ত্রী নিশ্চয় পুলিশকে নির্দেশ দিয়েছেন। পুলিশ আর একটু তৎপর হলেই অভিযুক্ত ধরা পরবে।"

tmc Dumdum