New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/20/tmc-rally-slogan-against-ex-panchayat-chief-ausgram-video-viral-2025-07-20-21-11-49.jpg)
২১ জুলাইয়ের আগে হইহই কাণ্ড
TMC internal clash: তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে উদ্দেশ্য করে 'চোর চোর' স্লোগান দেওয়া হচ্ছে তৃণমূলেই প্রতিবাদ মিছিল থেকে। এমন এক ভিডিও ভাইরাল হতেই রবিবার তুমুল শোরগোল পড়ে যায় পূর্ব বর্ধমানের আউশগ্রামে।
২১ জুলাইয়ের আগে হইহই কাণ্ড
TMC internal clash: তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে উদ্দেশ্য করে 'চোর চোর' স্লোগান দেওয়া হচ্ছে তৃণমূলেই প্রতিবাদ মিছিল থেকে। এমন এক ভিডিও ভাইরাল হতেই রবিবার তুমুল শোরগোল পড়ে যায় পূর্ব বর্ধমানের আউশগ্রামে। রাত পোহালেই সোমবার ধর্মতলায় তৃণমূলের শহীদ স্মরণ সভা। তা নিয়ে গোটা বাংলার তৃণমূল কর্মী ও সমর্থকরা উদ্দীপনায় ভাসছে। এমন এক সময়ে তৃণমূলের মিছিল থেকে তৃণমূলেরই প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান ওঠায় স্বাভাবতই অস্বস্তিতে শাসক শিবির।
একসময় আউশগ্রাম ২ নম্বর ব্লকের তৃণমূলের ডাকাবুকো নেতা ছিলেন উজ্জ্বল পাল। তিনি তৃণমূল কংগ্রেস পরিচালিত এড়াল পঞ্চায়েতের একবারের প্রধান এবং একবার উপপ্রধান পদেও দায়িত্ব সামলেছেন। অঞ্চল সভাপতিও ছিলেন। এহেন এক দাপুটে নেতাকে উদ্দেশ্য চোর চোর স্লোগান উঠলো তৃণমূলেরই ডাকা মিছিল থেকে।
আউশগ্রাম ২ ব্লক তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিনের। বর্তমান ব্লক সভাপতি শেখ আবদুল লালনের বিরুদ্ধ গোষ্ঠীর লোক বলে উজ্জ্বল পাল পরিচিতি পেয়ে গিয়েছেন। আউসগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থাণ্ডারের মিটিং মিছিলেই তাকে এখন দেখা যাচ্ছে।
ভাইরাল হওয়া ভিডিও-র প্রসঙ্গে খোঁজ খবর নিয়ে জানা যায়, শনিবার বিকালে এড়াল অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভিনরাজ্যের বাঙালিদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে মিছিলের আয়োজন করা হয়।ও ই মিছিলে উপস্থিত ছিলেন আউসগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আবদুল লালন সহ ব্লক সহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।
মিছিল শুরু হওয়ার খানিক পরে মিছিল উজ্জ্বল পালের বাড়ির কাছে পৌছায়। তখন মিছিলের পিছনের দিকে থাকা তৃণমূল কর্মী সমর্থকরা উজ্জ্বল পালকে উদ্দেশ্য করে চোর চোর বলে স্লোগান দেওয়া শুরু করে। মিছিল ও সেই স্লোগানের ভিডিও’ই পরে ভাইরাল হয়ে যায়।
এমন ভিডিও বিরোধী শিবিরের কাছেও পৌছে যায়। ভিডিও দেখে বিরোধী শিবির কটাক্ষ করতে ছাড়ে নি। জেলা বিজেপি নেতা মৃত্যঞ্জয় চন্দ্র বলেন, এতদিন আমরা বলে যাচ্ছিলাম তৃণমূল নেতারা চোর। এখন তৃণমূলের কর্মী সমর্থকরাও তৃণমূলের নেতাকে চোর বলছে। অর্থাৎ সত্য প্রতিষ্ঠা পেয়ে গেল“।
তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, “খোঁজ নিয়ে জানতে হবে। তবে দলের মিছিল থেকে এসব বলা উচিত হয় নি“। যদিও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আব্দুল লালন এই স্লোগানকে কার্যত সমর্থন জানিয়েছেন। তিনি বলেন,“উনি চুরি করেছেন বলেই তো কর্মীরা চোর স্লোগান তুলছে“।