বাম জমানায় তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হলে মৃতের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য করত দলীয় শীর্ষ নেতৃত্ব। গ্রামবাংলায় দেখা গিয়েছে, একেবারে হাত মুঠো করে নিহতদের নিকট আত্মীয়ের হাতে সাহায্য তুলে দিচ্ছেন তৃণমূলের তৎকালীন সেকেন্ড-ইন-কমান্ড মুকুল রায়। এমনকী ছবি না তুলতেও অনুরোধ করতেন। যদিও দলে এখন মুকুল জমানাও নেই, টানা ৩ বার রাজ্যে তৃণমূল ক্ষমতায়। এদিকে করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় বাংলায় নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানে ২হাজার টাকার নোট দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কালো টাকার ছায়া দেখছে বিজেপি। তৃণমূল নেতৃত্বের প্রশ্ন, ২হাজার টাকার নোট কি নিষিদ্ধ হয়ে গিয়েছে?
শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, পুরসভা নিয়োগে দুর্নীতির অভিযোগে রাজ্যে একাধিক তদন্ত করছে সিবিআই। নেতা-মন্ত্রী-বিধায়ক-আমলা জেলবন্দি। এরইমধ্যে ওডিশার বালেশ্বরে ঘটে গিয়েছে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে পড়া করমন্ডল এক্সপ্রেসে একাধিক যাত্রী ছিলেন এই রাজ্যের। এদিকে কটকে যাওয়া থেকে দুর্ঘটনাগ্রস্তদের পরিবারকে সাহায্য দেওয়ার জন্য উত্তরবঙ্গ সফর বাতিল করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। তৃণমূল কংগ্রেস দলীয় ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে। আর এসব নিয়েই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি ও তৃণমূল অভিযোগ-পাল্টা অভিযোগ চালিয়ে যাচ্ছে। এবার ২হাজার টাকার নোট নিয়ে বিজেপির সুকান্ত মজুমদার তোপ দেগেছেন তৃণমূলকে। কালো টাকা সাদা করার পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছেন বালুরঘাটের সাংসদ।
আরও পড়ুন- কেন স্বজনহারাদের ২ হাজারের নোটে খয়রাতি? ‘তৃণমূলী পদ্ধতি’ নিয়ে বিরাট দাবি সুকান্তর
২হাজার টাকার নোট আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সচল থাকবে বলে কেন্দ্রীয় অর্থ দফতর ঘোষণা করেছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, '২হাজার টাকার নোট মানেই কালো টাকা এই তথ্যটাই ভুল। ভারত সরকারের অর্থ দফতরের নির্দেশ অনুযায়ী ২হাজার টাকা আগামী ৩০ সেপ্টম্বর পর্যন্ত বৈধ। ২হাজার টাকার নোট কারও কাছে থাকতেই পারে। কালো টাকা ২হাজার টাকার নোটে হয়, ৫০০ টাকার নোটে হয় না কে বলল? ১০০ টাকার নোটেও কালো টাকা হয়। বাজার গরম করার জন্য অনেক কিছু করা যায়। এরা আসলে মানুষগুলোকে মেরে ফেলেছে। ৩০০-র কাছাকাছি মানুষকে খুন করেছে। ন্যূনতম পরিষেবা রেল দেয় না। মৃত্যুর দিক থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই সব হাবিজাবি বকা শুরু করেছে।'
এক্ষেত্রেও তৃণমূলের নিশানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অরূপ চক্রবর্তীর বক্তব্য, 'সুকান্ত মজুমদার একজন অধ্যাপক ভাল মানুষ। কালো টাকার কারবারটা ভালো বোঝেন না। এটা ভালো করে বোঝাতে পারবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে কালো টাকার বিষয়টা ভালো করে বোঝে। আমার মনে হয় শুভেন্দু অধিকারীর কাছে একটা ক্লাস বা কোচিং নেওয়া উচিত যে কালো টাকা কীভাবে হয়। এবং কালো টাকা কীভাবে সাদা করতে হয়।'