Martyr's Day rally-Lakshmir Bhandar: একুশের সভায় লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) প্রচার। পশ্চিম মেদিনীপুর থেকে কলকাতায় এসেছেন লক্ষ্মীকান্ত কর্মকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে আরও বেশি প্রচার চালিয়ে যেতে একুশের সমাবেশকেই হাতিয়ার করেছেন তিনি।
ঘাটাল থেকে কলকাতায় এসেছেন লক্ষ্মীকান্ত কর্মকার। 'লক্ষীর ভাণ্ডার' চালু হওয়ার পর থেকে প্রতি বছর মা লক্ষ্মী সেজে 'লক্ষীর ভাণ্ডার' নিয়ে বেরোন তিনি। জেলায়-জেলায় ঘুরে বেড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পের প্রচার করেন তিনি।
অনেকে তাঁকে দেখলে খুশি হন, কেউ কেউ আবার ব্যাঙ্গ-বিদ্রুপও করেন। তবে এসব গায়ে মাখেন না লক্ষ্মীকান্ত কর্মকার।
আরও পড়ুন- Tmc Shahid Diwas 2024: গিটার-গানে, ঢাকের তালে ‘দিদি বন্দনা’, তৃণমূলের শহিদ সমাবেশ ঘিরে উৎসবের মেজাজ কলকাতায়!
আরও পড়ুন- Martyr’s Day July 21: বিরিয়ানি না মাংস-ভাত? তৃণমূলের সভায় মনটা বড্ড টানে কোনটা? সটান উত্তর যুবকের
আরও পড়ুন- TMC martyr’s day: একুশের সভায় তোলপাড় ফেলা দলবদল? ভাবতেই পারবেন না এমন কিছু ঘটতে চলেছে?
আজ ধর্মতলায় ২১ জুলাইয়ের সভায় আসবেন বলে গতকাল রাত থেকে সাজতে শুরু করেছেন পেশায় ব্যবসায়ী লক্ষ্মীকান্ত কর্মকার। তিনি বলেন, "গতকাল রাত ২টো থেকে সাজতে শুরু করেছি। গ্রামবাংলার বাড়ি বাড়ি গিয়েছি। অনেকে আমায় দেখলে বলেন লক্ষ্মী এসেছে ঘরে। কেউ কেউ আবার ব্যাঙ্গও করেন। তবে ব্যাঙ্গাত্মক অঙ্গভঙ্গি করেন বিরোধীদের অনেকে। ওসব গায়ে মাখি না।"
আরও পড়ুন- 21 July Weather Update: আজ তৃণমূলের শহিদ সভা, বেলা আর একটু বাড়লেই প্রবল বৃষ্টিতে ধুয়ে যাবে কলকাতা?