Advertisment

TMC Sheik Shahjahan: গ্রেফতারের পর পদক্ষেপ! শাহজাহানকে নিয়ে কী ঘোষণা তৃণমূলের?

Sheik Shahjahan Arrested: সন্দেশখালির ঘটনা সামনে আসতেই ফেরার হয়ে যান শেখ শাহজাহান। সেই সময় বিধানসভায় দাঁড়িয়ে সন্দেশখালির ওই তৃণমূল নেতার পাশে দাঁড়িয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। তবে, গ্রেফতারের পরই অবস্থার বদল। দলীয় এই নেতার পাশে নেই তৃণমূল। পদক্ষেপে তা স্পষ্ট করা হল।

author-image
IE Bangla Web Desk
New Update
sheikh shahjahan said in interrogation that attack on the ed in sandeshkhali was not justified , ৫ জানুয়ারি সন্দেশখালিতে সিবিআিয়ের উপর হামলা ঠিক হয়নি জেরায় বললেন শেখ শাহজাহান

গত বৃহস্পতিবার বসিরহাট কোর্টে শেখ শাহজাহান। ফটো- পার্থ পাল

Sheik Shahjahan TMC: বৃহস্পতিবার ভোরে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে। সন্দেশখালির 'খাঁচাবন্দি বাঘ'-কে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এরপরই বোধয় হল বাংলার শাসক দলের। শাহজাহানকে সাসপেন্ড করল তৃণমূল। দলীয় সব পদ থেকে তাকে সরানো হল। ৬ বছরের এই সাসপেনশনের ঘোষণা করেন সাংসদ ডেরেক ও'ব্রায়ান। এছাড়াও ওই সাংবাদিুক বৈঠকে ছিলেন, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও।

Advertisment

বৃহস্পতিবার ও'ব্রায়েন বলেছেন, 'আমরা শেখ শাহজাহানকে ৬ বছরের জন্য দল থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছি। আমরাযা বলি তা করি। আমরা অতীতে এই নজির স্থাপন করেছি, বর্তমানেও সেটাই আবার করলাম।'

আরও পড়ুন- Sandeshkhali Row: গারদে ‘বাঘ’ শাহজাহান, অকাল হোলি সন্দেশখালিতে, একে অপরকে মিষ্টিমুখ মহিলাদের

মন্ত্রী ব্রাত্য বসু বলেন, 'দলের কারও বিরুদ্ধে অভিযোগ পেলে তৃণমূল যে পদক্ষেপ করে, এটাই তার প্রমাণ। কিন্তু বিজেপি তো আর তৃণমূল নয়। আমরা প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্বশর্মা বা নারায়ণ রাণেকে সাসপেন্ড করে দেখান উনি। মণিপুরের মুখ্যমন্ত্রী, ব্রিজ ভূষণ বা অজয় মিশ্র টেনির ব্যাপারে কী পদক্ষেপ করা হয়েছে?'

শাহজাহানকে তৃণমূলের সাসপেন্ড প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, 'এত দিন তো দোষী মানাই হচ্ছিল না ওকে। গ্রেফতার বা সাসপেন্ড সবই নাটক। মুখ বাঁচাতে শাহজাহানকে সাসপেন্ড করল তৃণমূল। যে ভাবে আদালতে ঢুকছিলেন তিনি, তাতে তো মনে হয়নি গ্রেফতার। মনে হচ্ছিল পুলিশকেই গ্রেফতার করেছেন শাহজাহান।'

আরও পড়ুন- Sheikh Shahjahan Arrested: শাহজাহান জালে উঠতেই বড় আশঙ্কা ইডি-র! হাইকোর্টে কীসের আর্জি?

সন্দেশখালিতে তৃণমূলের 'বাহুবলী' নেতা শাহজাহান গত ৫৫ দিন ধরে ফেরার ছিলেন। বৃহস্পতিবার ভোরে পশ্চিমবঙ্গ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বসিরহাট আদালত শাহজাহানকে ১০ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

আদালত শাহজাহানকে পুলিশ হেফাজতে পাঠানো পর এই তৃণমূল নেতাকে সিআইডি-র সদর দফতর কলকাতার ভবানী ভবনে নিয়ে আসে পুলিশ। সন্দেশখালি মামলাটি সিআইডির কাছে হস্তান্তরিত হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন- Suvendu Adhikari Sandeshkhali: ‘অপেক্ষায় ছিলেন মানুষ’, সন্দেশখালি পৌঁছেই TMC-কে চ্যালেঞ্জ ছুঁড়ে বিরাট কর্মসূচির ডাক শুভেন্দুর

উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালিতে জমি, ভেড়ি দখল এবং মহিলাদের যৌন হেনস্থা মামলায় শেখ শাহজাহান এবং তার সাগরেদরা মূল অভিযুক্ত। গর্জে উঠেছেন সন্দেশখালির মহিলারা। মুখ পুড়ছে তৃণমূলের। সঙ্গে ভোটের আগে বাড়ছে চাপ। সম্ভবত সে জন্যই এবার সাসপেন্ডের পদক্ষেপ করে শাহজাহানের সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টায় রাজ্যের শাসক দল।

sheikh shahjahan tmc Derek O'Brien seikh shahjahan tmc Sheikh Shahjahan Arrested
Advertisment