Advertisment

Humayun Kabir: অভিষেকের হয়ে লাগাতার ব্যাট ধরার 'মাশুল'! হুমায়ুন কবীরকে শোকজ তৃণমূলের

Humayun Kabir: এবার মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করল তৃণমূল। তিনদিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে তাঁকে।

author-image
Nilotpal Sil
আপডেট করা হয়েছে
New Update
tmc show caused bharatpur mla humayun kabir,হুমায়ুন কবীর, তৃণমূল,শোকজ

তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।

tmc show caused bharatpur mla humayun kabir: এবার মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শোকাজ করল তৃণমূল। তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে হুমায়ুনকে। তবে দল শোকজ করলেও এখনই দমছেন না দাপুটে এই তৃণমূল বিধায়ক। "যা জানানোর যথাসময়ে দলকে জানাব।" সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ এমনই বলেছেন হুমায়ুন কবীর (Humayun Kabir)।

Advertisment

গত কয়েকদিন ধরেই তাঁর মন্তব্যে বেজায় অস্বস্তিতে পড়তে হচ্ছিল তৃণমূল কংগ্রেসকে। কলকাতার কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর দুষ্কৃতী হামলার পরপরই পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এমনকী তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী এবং পুলিশমন্ত্রী করারও দাবি জানিয়েছিলেন। 

প্রকাশ্যে এমন মন্তব্যে হুমায়ুন কবীরের ওপর বেজায় চটেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তারপরেই হুমায়ুনের মুখে লাগাম পড়ানোর তোড়জোড় শুরু হয়ে যায় দলের শীর্ষস্তর থেকে। তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি এবার হুমায়ুন কবীরকে শোকজ করেছে বলে সূত্রের খবর। শোকজের জবাব তিন দিনের মধ্যে তাঁকে দিতে বলা হয়েছে। তবে দল শোকজ করলেও এখনই দমছেন না হুমায়ুন। বরং দলের অস্বস্তি বাড়িয়ে আবারও বেশ কিছু মন্তব্য করেছেন ভারতপুরের তৃণমূল বিধায়ক। 

আরও পড়ুন- Monk arrest: 'চরম পরিণতির জন্য তৈরি থাকুন', চিন্ময়কৃষ্ণের গ্রেফতারিতে বাংলাদেশ সরকারকে হুংকার শুভেন্দুর!

কী বলেছেন হুমায়ুন?

"রাজনীতির ময়দানে কাউকে ভয় করি না। অভিষেকের সমর্থনে কথা বললে কেন শৃঙ্খলাভঙ্গ? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো নেত্রীই নিয়ে এসেছেন। তাঁর হয়ে কথা বললে শৃঙ্খলাভঙ্গ হবে কেন? দলেও প্রচুর শত্রু তদন্ত করে দেখুক। আমাকে পরীক্ষা দেওয়ার দরকার নেই। ব্যক্তিগত সম্মানে আঘাত করলে আপোস নয়। যা জানানোর যথাসময়ে দলকে জানাব।''

tmc TMC MLA Humayun Kabir
Advertisment