Budget Highlights 2025 in Bengali: কেন্দ্রীয় বাজেটের কড়া সমালোচনায় সরব তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজেটে ফের বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন।
Highlights of Union Budget 2025 in Bengali: কেন্দ্রীয় বাজেটের কড়া সমালোচনায় আগেই মুখর হয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার নির্মলা সীতারমনের পেশ করা বাজেটকে 'বিপর্যয়' আখ্যা দেওয়া হল তৃণমূলের তরফে। দলের তরফে বিশিষ্ট অর্থনীতিবিদ তথা প্রাক্তন মন্ত্রী অমিত মিত্র শনিবার বাজেট নিয়ে চূড়ান্ত হতাশা প্রকাশ করেছেন। এই বাজেটে সাধারণ মানুষের জন্য কিছু নেই বলেই মত তাঁর।
Advertisment
বাজেট নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া:
"সাধারণ মানুষের কাছে এটা একটা বিপর্যয়। একটা গভীর ষড়যন্ত্র। অনেক বিশেষজ্ঞরা মিলে এই ষড়যন্ত্র করেছেন। খাদ্যে ভর্তুকি ১ শতাংশ কমিয়ে দিয়েছে। যুব সমাজ, মহিলা, কৃষকদের জন্য বাজেটে কিছু নেই। বেকারদের সংখ্যা ৪৬ শতাংশ দেশে। শিক্ষিত বেকার তাদের মধ্যে ১৩ শতাংশ। তাদের জন্য কিছু নেই বাজেটে। বিমায় ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগে ছাড়পত্র দিয়ে দিল। এলআইসি-সহ ভারতীয় বিমা সংস্থাগুলি কঠিন চ্যালেঞ্জের মুকে পড়ে গেল। মেডিক্লেমে জিএসটি এখনও কমাল না। কর ছাড় বেড়েছে ঠিকই। কিন্তু দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে। বাজেটে এই বিষয়টি নিয়ন্ত্রণ নিয়ে কিছু বলা নেই।"
শনিবারই বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বিপু আয় কর ছাড়ের ঘোষণার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দের ঘোষণা করেছেন তিনি। বাংলার পড়শি রাজ্য বিহারের জন্য বরাদ্দের ডালি সাজিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন্দ্রের বাজেট নিয়ে এর আগেই প্রতিক্রিয়া দিতে গিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিনের বাজেট নিয়ে অভিষেক বলেছেন, "বাংলা থেকে যে সময় ১৮টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলাকে ওরা কিছু দেয়নি। আজও বিজেপির ১২ জন সংসদ রয়েছেন। তারপরও বাংলাকে কিছু দেওয়া হল না। যদিও এটার পরেও ওই সাংসদরা এর কোনও প্রতিবাদ করবেন না। বাংলা দীর্ঘদিন ধরেই বঞ্চিত রয়েছে। আজও বঞ্চিত। বিহারে নির্বাচন রয়েছে। সেই কারণেই বিহারের জন্যই সব কিছু করা হয়েছে। এরা তো নির্বাচনকে মাথায় রেখেই বাজেট পেশ করে।"
Advertisment
Union Budget 2025 : Dr. Amit Mitra's reaction । কেন্দ্রীয় বাজেট ২০২৫ : ডঃ অমিত মিত্রের প্রতিক্রিয়া