/indian-express-bangla/media/media_files/2025/10/08/cats-2025-10-08-17-29-02.jpg)
'উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ ইস্যু থেকে মনোযোগ ঘোরানোর চেষ্টা', তৃণমূলের অভিযোগ প্রসঙ্গে গর্জে উঠলেন মানিক সাহা
গতকালই আগরতলায় তৃণমূলের সদর কার্যালয়ে বেপরোয়া ভাঙচুর, তাণ্ডব চলেছে। ঠিক তার পরের দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ত্রিপুরায় তৃণমূলের ৬ সদস্যের প্রতিনিধি দল। তবে এবারও আগরতলা বিমানবন্দরে নামতেই তৃণমূল প্রতিনিধিদের যারপরনাই অস্বস্তির মুখে পড়তে হয়।আগরতলার পার্টি অফিসে যেতে গাড়ি পর্যন্ত মিলছিল না। পুলিশের সঙ্গে তর্কাতর্কি বেধে যায় কুণাল ঘোষ, সুস্মিতা দেব, সায়নী ঘোষদের। এদিকে, দলের প্রতিনিধিদের হেনস্থা নিয়ে রেগে আগুন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনা করেই তৃণমূলের প্রতিনিধি দলকে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। সেই সঙ্গে আরও একবার মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার এনিয়ে মুখ খুললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মাণিক সাহা।
'উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ ইস্যু থেকে মনোযোগ ঘোরানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস'। এভাবেই তৃণমূলকে নিশানা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মাণিক সাহার। একইসঙ্গে তিনি দাবি করেন, “ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের উপস্থিতি শুধু সাইনবোর্ডেই সীমাবদ্ধ, বাস্তবে রাজ্যে তাদের কোনও সংগঠন নেই।”
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, “তৃণমূল কংগ্রেস যেভাবে রাজ্য পরিচালনা করছে, তা মন্তব্যের ঊর্ধ্বে। উত্তরবঙ্গে বন্যা ও ভূমিধসে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, বহু মানুষ চরম কষ্টে রয়েছেন। আমাদের সাংসদ- বিধায়করা, খাগেন মুর্মু-সহ অনেকে সেখানে গিয়ে ত্রাণ বিলি করতে গিয়েছিলেন। তৃণমূল কিছু লোককে দিয়ে আমাদের কর্মীদের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে। এখনও তারা হাসপাতালে ভর্তি। তৃণমূল সবসময় এই ধরনের কাজেই লিপ্ত। ত্রাণ বিলিতে দোষের কী আছে? এই ঘটনায় গোটা রাজ্য ক্ষুব্ধ, ত্রিপুরার মানুষও এর ব্যতিক্রম নয়।”
"আগরতলায় গতকাল একটি প্রতিবাদ মিছিল হয়েছিল। “ত্রিপুরায় তৃণমূলের কোনও সংগঠন নেই, শুধু পোস্টার আর সাইনবোর্ড আছে। কিছু যুবক ক্ষোভে-প্রতিবাদে নামে, পুলিশও উপস্থিত ছিল কিন্তু। তেমন কিছুই ঘটেনি। এই সুযোগে কলকাতা থেকে কিছু লোক এখানে এসেছে — তারা কী করতে চায়, জানি না। আসুক, যা করার করুক, আমাদের কোনও আপত্তি নেই,” মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
মানিক সাহা আরও বলেন, “তৃণমূল এইসব নাটক করে উত্তরবঙ্গের ইস্যু থেকে সকলের নজর ঘোরাতে চাইছে। কিন্তু এতে তাদের কিছুই লাভ হবে না, বরং তাদের ভোটব্যাংক আরও কমবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তৃণমূলকে কিছু সাধারণ জ্ঞান দিক। তারা যেন প্রকৃত রাজনীতিটা শেখে এবং পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার দিকে মন দেয়।”
আরও পড়ুন- নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী, কবে থেকে শুরু বিমান চলাচল?