ভোট গণনার দিনেও দিকে দিকে অশান্তির খবর মিলছে। একাধিক জায়গায় বিরোধী এজেন্টদের গণনাকেন্দ্র থেকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠছে। এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস তালুকে বিজেপি এজেন্ট ও প্রার্থীদের মারধরের অভিযোগ শুভেন্দুর। তাঁদের গণনাকেন্দ্রেই ঢুকতে দেওয়া হচ্ছে না বলে দাবি বিরোধী দলনেতার।
টুইটে এদিন শুভেন্দু অধিকারী লিখেছেন, 'গণনার দিনেও "ডায়মন্ড হারবার মডেল" পুরোদমে চলছে। তৃণমূলের গুন্ডারা বিজেপির কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের বাধা দিয়ে ভোট চুরি করার শেষ মরিয়া চেষ্টা করছে। অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোও গণনা হলে ঢুকতে পারেনি। তাঁদেরও ১-২ কিলোমিটার দূর থেকে যেতে নিষেধ করা হচ্ছে। কাউন্টিং এজেন্টদের ভয় দেখানোর জন্য বোমা ছোঁড়া হচ্ছে। তাঁদের নির্দয়ভাবে মারধর করা হচ্ছে, এমনকি অপহরণও করা হচ্ছে।'
আরও পড়ুন- ‘প্রতিবাদের শাস্তি’, গ্রেফতার বাম ছাত্রনেতা প্রতীক-উর রহমান
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের ফকির চাঁদ কলেজ, পশ্চিম মেদিনীপুরের কেশপুর কলেজ পূর্ব বর্ধমানের গলসি, কাটোয়া, হাওড়ার আমতা, বাগনান, পশ্চিম বর্ধমানের বারাবনি, বীরভূমের কীর্ণাহার-সহ আরও বেশ কয়েকটি জায়গায় গণনা কেন্দ্রে বিরোধী কাউন্টিং এজেন্ট এবং প্রার্থীরা ঢুকতে পারেনি বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। ভোট গণনা প্রক্রিয়া বন্ধের দাবি তুলেছেন বিরোধী দলনেতা। একইসঙ্গে বিরোধী প্রার্থী ও এজেন্টদের গণনাকেন্দ্রে ঢোকার ক্ষেত্রে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।