tmc vs tmc age limit controversy: ২০২৪ এর ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে থেকে শুরু হওয়া আদি ও নব্যদের কোন্দল কিছুতেই থামছে না। বিতর্ক শুরু হয়েছে বছরের প্রথম দিন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর বক্তব্যকে কেন্দ্র করে। তারপর থেকে সকাল, দুপুর, রাত শুধুই তৃণমূলের নবীন ও প্রবীণ বিতর্ক। আপাতত আজ, বৃহস্পতিবার কুণাল ঘোষের বহিষ্কার চাইলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আবদুল করিম চৌধুরী৷ নতুন বছরে আক্রমণ, পাল্টা জবাব- এতেই চলছে তৃণমূল কংগ্রেসের কার্যক্রম।
বছরের প্রথম দিন থেকে তৃণমূল নেতাদের মধ্যে আকচা-আকচির ঘটনাগুলি একবার চোখ বুলিয়ে নেওয়া যাক-
ঘটনা-১: রাজ্য সভাপতি সুব্রত বক্সী বনাম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (দফায় দফায়)
ঘটনা-২: রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বনাম সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়
ঘটনা-৩: বিধায়ক তাপস রায় বনাম সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়
ঘটনা-৪: সাংসদ অর্জুন সিং বনাম বিধায়ক সোমনাথ শ্যাম (দফায় দফায়)
ঘটনা-৫: রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বনাম সাংসদ অর্জুন সিং
ঘটনা-৬: বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বনাম জেলা পরিষদ সদস্য রুনা খাতুন (একাধিক দফায়)
ঘটনা-৭: বিধায়ক আব্দুল করিম চৌধুরী বনাম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ
আরও পড়ুন- মিমিক্রি করা তৃণমূলের কল্যাণকে শুভেচ্ছা উপরাষ্ট্রপতি ধনখড়ের! সস্ত্রীক নৈশভোজে আমন্ত্রণও
এই বিতর্কের মাঝেই দলের ইতিহাস নবীনদের জানানোর কথা বলেছেন ফিরহাদ হাকিম। অন্যদিকে আদিপক্ষের একসময়ের সোচ্চার থাকা সাংসদ সৌগত রায় আপাতত মুখে কুলুপ এঁটেছেন নবীন ও প্রবীণ বিতর্কে। চরম বিতর্কের মধ্যে টু শব্দটিও করছেন না দমদমের বর্ষীয়ান তৃণমূল সাংসদ। মুখ বন্ধ রেখেছেন মদন মিত্রও। তিনিও এর আগে নানা সময়ে এমন দলীয় বিতর্কে সরব থেকেছেন। আবার কোনও কোনও নেতা তো এই বিতর্কেই ঢুকতে চাইছেন না। একটা পক্ষ তো বলতে চাইছে তাঁরা নবীন ও প্রবীণের মাঝামাঝি।
আরও পড়ুন- তৃণমূল ‘সেনাপতি’কে বাঁদরের সঙ্গে তুলনা প্রবীণ বিধায়ক আব্দুল করিমের, কুণালকে বহিষ্কারের দাবি
সামনে ২০২৪ লোকসভা নির্বাচন। তার আগে তৃণমূলের অন্তর্কলহ প্রকাশ্যে এলেও শীর্ষ নেতৃত্ব এখনও কোনও নির্দেশ দেননি। বিতর্ক নিয়ে প্রকাশ্যে নীরবতা পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যেপাধ্যায়। তবে এর আগে বিতর্কিত মন্তব্য করা নেতারা নানা সময়ে এভাবেই বক্তব্য রেখেছেন। দল সেভাবে কোনও কঠোর পদক্ষেপ করেনি। রাজনৈতিক মহলের মতে, রণকৌশল যাই হোক তৃণমূল নেতৃত্বের মধ্যে টানা এমন প্রকাশ্য বিরোধ বঙ্গ রাজনীতিতে নয়া মাত্রা যোগ করেছে। সামনেই লোকসভা ভোট। তৃণমূল বনাম তৃণমূল, ঘটনা পরম্পরা রুখতে শীর্ষ নেতৃত্ব কবে ঘুড়ির সুতো টানে সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
আরও পড়ুন- ঐতিহ্যবাহী কার্জন গেট তৈরি মমতার আমলে! সায়নীর ইতিহাস ওলটপালট মন্তব্যে জোর শোরগোল