Voter Card: বাংলাদেশের ভোটার তালিকায় নাম তৃণমূল কর্মীর, বিজেপির অভিযোগ ঘিরে তুলকালাম

Voter Card: দিকে দিকে যখন ভুতুড়ে ভোটার ইস্যুতে উত্তাল রাজনীতি তখনই তৃণমূল কর্মীর ভারত এবং বাংলাদেশের ভোটার তালিকায় নাম এমন অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC Worker has dual voter card in india Bangladesh Voter card News

তৃণমূল কর্মীর কাছে দুই দেশের ভোটার কার্ড

Voter Card: দিকে দিকে যখন ভুতুড়ে ভোটার ইস্যুতে উত্তাল রাজনীতি তখনই তৃণমূল কর্মীর ভারত এবং বাংলাদেশের ভোটার তালিকায় নাম এমন অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার। নথি দেখিয়ে দাবি জেলা বিজেপির জেলা সভাপতির। পালটা বিজেপির দাবি ভুয়ো বলে উল্লেখ শাসক দলের। 

Advertisment

বাগদায় বয়রা গ্রাম পঞ্চায়েতের মালিদা গ্রামের তৃণমূল কর্মীর বাংলাদের ভোটার পাশাপাশি ওই ব্যক্তির উত্তর ২৪ পরগনার বাগদায় ভারতীর ভোটার তালিকায় নাম রয়েছে। দুই দেশের নথি দেখিয়ে এমনই দাবি করলেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল।  

রবিবার দেবদাস মণ্ডল সাংবাদিক সম্মেলন করে বলেন, বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের মালিদায় তৃণমূলের একনিষ্ঠ কর্মী সহিদুল বিশ্বাস। বয়রা গ্রাম পঞ্চায়েতে ঠিকাদারি করেন। বাংলাদেশের নথি দেখিয়ে দেবদাস দাবি করন, সহিদুল বাংলাদেশের যশোরের চৌগাছার বাসিন্দা। পাশাপাশি বাগদার মালিদার ভোটার। দেবদাসের আরও দাবি, শুধু সহিদুল নয় তার পুরো পরিবার বাংলাদেশের বাসিন্দা এবং এখানের ভোটার। এরা তৃণমূলের সম্পদ। তৃণমূলের বুথ সভাপতি সমু মল্লার কাছের কর্মী স্থানীয় তৃণমূল নেতা ও তৃণমূল জেলা সভাপতির আদরের লোক। এরাই ভোটের সময় তৃণমূল হয়ে ভোট করায়, সাধারণ মানুষ ভোট দিতে পারে না। দেবদাসের দাবি, সহিদুলের সমস্ত নথি দিয়ে জেলাশাসকে ইমেল করা হয়েছে কিন্তু তার কোন উত্তর আসেনি।

তবে সহিদুলের দাবি, তার বাবা ঠাকুরদাদা এখানের বাসিন্দা। তার জন্ম এখানে। জমি নিয়ে প্রতিবেশী সঙ্গে সমস্যার কারনে তার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। তবে বাংলাদেশে যশোরে তার আত্মীয় সজন আছে বলে তিনি স্বীকার করেছেন। বিজেপি মিথ্যা অভিযোগ করছে বলে দাবি বয়রা আঞ্চলিক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত মণ্ডলের। সহিদুল তৃণমূল কর্মী বলেন জানিয়ে তিনি বলেন, সহিদুল ভারতের বাসিন্দা। মিথ্যা নথি দেখাচ্ছে বিজেপি। এটাই ওদের কাজ। 

Advertisment

'EPIC নম্বর একই কিন্তু'... বাংলায় ভুতুড়ে ভোটার, মমতার অভিযোগে কী ব্যাখ্যা কমিশনের?

Voter Card