/indian-express-bangla/media/media_files/2025/03/02/zoBB8AyfrRtrwlOK60q5.jpg)
'EPIC নম্বর একই কিন্তু'... বাংলায় ভুতুড়ে ভোটার, মমতার অভিযোগে কী ব্যাখ্যা কমিশনের? Photograph: (ফাইল ছবি)
Election Commission: 'EPIC নম্বর একই কিন্তু'..., বাংলায় ভুতুড়ে ভোটার! মমতার অভিযোগে কী ব্যাখ্যা কমিশনের?
বাংলার দিকে দিকে ভুতুড়ে ভোটারের হদিস। এনিয়ে দলনেত্রীর বার্তা পেয়েই আসরে নেমেছেন শীর্ষ নেতৃত্ব। বাড়ি বাড়ি গিয়ে চলছে ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ। এর মাঝেই সামনে এসেছে এক চাঞ্চল্যকর ঘটনা। যেখানে দেখা যাচ্ছে দুটি ভিন রাজ্যের ভোটারদের ভোটার কার্ডে রয়েছে EPIC নম্বর। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন।
কমিশন জানিয়েছে যে এরকম কিছু ঘটনা থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে ভোটার লিস্টে কোনও জালিয়াতি হয়েছে। কমিশন বলছে যে দুটি ভিন্ন রাজ্য একই EPIC নম্বর ব্যবহার করা হলেও সেক্ষেত্রে ভোটারদের নাম আলাদা। এতে, সেই উল্লিখিত ভোটার কেবলমাত্র সেই রাজ্যের ভোটকেন্দ্রে তার ভোট দিতে পারবেন যেখানে তার নাম ভোটার লিস্টে অন্তর্ভুক্ত থাকবে।
সংবাদ সংগ্রহে গিয়ে চরম হেনস্থার মুখে তরুণী সাংবাদিক, শাসকের বিরুদ্ধে গর্জে উঠলেন শুভেন্দু
নির্বাচন কমিশন বলছে যে দুটি ভিন্ন রাজ্যের দুজন ভোটারের EPIC নম্বর একই হতে পারে কিন্তু এর অর্থ এই নয় যে তারা ভুয়ো ভোটার। পাশাপাশি কমিশন বলেছে, ভবিষ্যতে যাতে এমন কোনও সমস্যা তৈরি না হয় তার জন্য কমিশন তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে এবং কাজ শুরু করেছে। এর জন্য, কমিশন নিশ্চিত করছে যে প্রতিটি ভোটারকে একটি অনন্য ভোটার কার্ড অর্থাৎ EPIC নম্বর দেওয়া হবে। যাতে এ ধরণের সমস্যা আবার না হয়। কমিশন জানিয়েছে, বিভিন্ন রাজ্যের কিছু ভোটারের EPIC নম্বর একই হলেও ভোটার কার্ডের অন্যান্য বিবরণ যেমন বিধানসভা নির্বাচনী এলাকা, ভোটকেন্দ্র, নাম এবং ঠিকানা ভিন্ন ।
পুলিশকে তুলোধনা, সাধারণের উপর অত্যাচারের ভয়ঙ্কর অভিযোগ, রাজ্যের মন্ত্রীর মন্তব্যে জলঘোলা
কমিশন বলছে, ভোটার কার্ড নম্বর একই থাকলেও, কোনও ভোটার অন্য কোনও জায়গায় ভোট দিতে পারবেন না। একজন ভোটার কেবল তার বিধানসভা এলাকায় নির্দিষ্ট ভোটকেন্দ্রেই ভোট দিতে পারবেন। ভোটারদের EPIC নম্বর যাতে কোনভাবেই এক না হয় তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কমিশন।