TMCP Foundation Day: নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে উথালপাথাল রাজনীতি! টিএমসিপি প্রতিষ্ঠা দিবসেই ইঙ্গিতপূর্ণ বার্তা তৃণমূল সুপ্রিমোর

TMCP Foundation Day: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আবেগঘন বার্তা দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের। আজ বৃহস্পতিবার মেয়ো রোডে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসে ঐতিহাসিক ছাত্র সমাবেশ। তার ঠিক আগে এক্স হ্যান্ডেলে এক পোস্টে তৃণমূল সুপ্রিমো এক পোস্টে লিখেছেন....

TMCP Foundation Day: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আবেগঘন বার্তা দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের। আজ বৃহস্পতিবার মেয়ো রোডে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসে ঐতিহাসিক ছাত্র সমাবেশ। তার ঠিক আগে এক্স হ্যান্ডেলে এক পোস্টে তৃণমূল সুপ্রিমো এক পোস্টে লিখেছেন....

author-image
IE Bangla Web Desk
New Update
July 21 rally 2025, Mamata Banerjee speech, Bengali identity politics, TMC vs BJP, Shahid Diwas Kolkata, Modi vs Mamata, Bengal election 2026, voter list revision Bihar, central deprivation, Pahalgam terror attack, Election Commission controversy, ED targeting opposition, anti-Bengali agenda, Bangla language harassment, BJP political strategy, Modi speech West Bengal, syndicate raj allegations, Mamata counterattack on BJP

ঙ্গিতপূর্ণ বার্তা তৃণমূল সুপ্রিমোর

TMCP Foundation Day: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আবেগঘন বার্তা দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের। আজ বৃহস্পতিবার মেয়ো রোডে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসে ঐতিহাসিক ছাত্র সমাবেশ। তার ঠিক আগে এক্স হ্যান্ডেলে এক পোস্টে তৃণমূল সুপ্রিমো এক পোস্টে লিখেছেন, "তৃণমূল ছাত্র পরিষদের এই ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবসে আমি এর নতুন-পুরোনো সকল সদস্য-সদস্যাকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন।  তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলাকে আরও উন্নত ও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যে লড়াই তাতে তারাও সামিল। আজকের এই বিশেষ দিনে আমি আমার নবীন সহকর্মীদের বলব, কোনো অবস্থায় অন্যায়ের সঙ্গে আপস করবে না। মাথা উঁচু করে বাঁচবে। অন্যায়ের বিরুদ্ধে যেকোনো লড়াইয়ে আমাকে তোমরা সবসময় পাশে পাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ!" জয় বাংলা!"

Advertisment

আজকের এই মেগা সমাবেশে সরাসরি উপস্থিত থেকে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কী বার্তা দিতে চলেছেন মমতা- অভিষেক, সেদিকেই নজর রাজ্যবাসীর।   হাতে গোনা আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা। তার পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে আজকের এই মেগা ইভেন্টে ছাত্র সমাজকে রাজনীতির পাঠ দেওয়ার পাশাপাশি তাদের মনোবল চাঙ্গা করবেন দলনেত্রী। 

Advertisment

তৃণমূল সূত্রে খবর, এই মহাসমাবেশ থেকেই ছাত্রছাত্রীদের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি এবং দিকনির্দেশনা দেওয়া হবে। এবারের এই সমাবেশ নিঃসন্দেহে তৃণমূলের কাছে বাড়তি গুরুত্বপূর্ণ। সামনেই রাজ্য বিধানসভা নির্বাচন, যেখানে তরুণ প্রজন্মের অংশগ্রহণ যে কোনও দলের জন্য বড় সম্পদ। সমাবেশ থেকে তরুণদের সেই ভূমিকা নিয়ে বার্তা দেবেন মমতা। দ্বিতীয়ত, দক্ষিণ কলকাতা ল’কলেজের ধর্ষণকাণ্ডে তৃণমূল ছাত্র পরিষদের ভাবমূর্তি চাপে পড়েছে। সংগঠনের এক নেতা গ্রেপ্তার হওয়ায় বর্তমান পরিস্থিতিতে ছাত্র সংগঠনকে ভবিষ্যতের পথে সুনির্দিষ্ট দিশা দেখানোও লক্ষ্য শীর্ষ নেতৃত্বের। রাজ্যের প্রতিটি জেলা থেকে ছাত্রছাত্রীদের আনতে তৃণমূল ছাত্র পরিষদ গত একমাস ধরে জোর প্রচার চালিয়েছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে সভা ও মিছিল হয়েছে।

সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য দাবি করেছেন, “এবারের সমাবেশ হবে সর্ববৃহৎ। অন্তত দুই লাখ ছাত্রছাত্রী মেয়ো রোডে উপস্থিত থাকবেন।” সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বক্তব্য রাখবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার যুব সমাজের শক্তিকে শ্রদ্ধা জানিয়ে অভিষেক বন্দোপাধ্যায় এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, তৃণমূল ছাত্র পরিষদ দীর্ঘদিন ধরে যুব সমাজকে এগিয়ে নিয়ে সামাজিক পরিবর্তন, উন্নয়ন এবং ন্যায়বিচারের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। TMCP সবসময়ই এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যেখানে তরুণরা তাদের কণ্ঠস্বর তুলে ধরতে, স্বপ্ন পূরণের চেষ্টা করতে এবং একটি উজ্জ্বল আগামী নির্মাণে অংশ নিতে পারে"। 

অন্যদিকে টিএমসিপি প্রতিষ্ঠা দিবসে তৃণমূল কংগ্রেসকে  নিশানা কংগ্রেস নেতা অধীর চৌধুরীর। তিনি অভিযোগ করেছেন, "তৃণমূলের দুর্নীতি, রংবাজি, অত্যাচার, জুলুম ও ধর্ষণের সংস্কৃতি চলতে থাকবে। যদি এমন পরিস্থিতি চলতে থাকে, তাহলে সেই সংস্কৃতিকে চিরস্থায়ী করতে কলেজে কলেজে সন্ত্রাসের পরিবেশ তৈরি করবে তৃণমূল।"

আরও পড়ুন- বিহারের পর এবার বাংলাতেও SIR? নির্বাচন কমিশনের চিঠি রাজ্যকে

TMCP Foundation Day