Tornado:শারদোৎসবের আবহে বিধ্বংসী টর্নেডোর তাণ্ডব! উড়ে গেল পুজোমণ্ডপ, তছনছ এলাকা

Durga puja pandal collapse: দুর্গাপুজোর আবহে ভয়াল টর্নেডোর বিধ্বংসী তাণ্ডব। খড়কুটোর মতো উড়ে গেল মণ্ডপ।

Durga puja pandal collapse: দুর্গাপুজোর আবহে ভয়াল টর্নেডোর বিধ্বংসী তাণ্ডব। খড়কুটোর মতো উড়ে গেল মণ্ডপ।

author-image
Uttam Dutta
New Update
চন্দননগর ঝড়  ,টর্নেডো চন্দননগর,  নাড়ুয়া শান্তিপাড়া ঝড়  ,পুজো প্যান্ডেল ভেঙে পড়া,  বাড়ির চাল উড়ে যাওয়া,  গাছ উপড়ে পড়া  ,টোটো পুকুরে গড়িয়ে যাওয়া  ,পশ্চিমবঙ্গ ঝড় ক্ষয়ক্ষতি,  চন্দননগর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন  ,ক্ষণিকের ঝড় চন্দননগর,Chandannagar tornado , Chandannagar storm damage  ,Narua Shantipara storm,  Durga puja pandal collapse  ,Pandal roof blown away  ,House roof damaged by storm,  Trees uprooted Chandannagar  ,Toto rickshaw fell into pond  ,West Bengal mini tornado , Chandannagar power outage storm,  Sudden morning storm Bengal,  Tornado-like storm in Chandannagar

storm damage: বিধ্বংসী ঝড়ে তছনছ এলাকা।

Chandannagar storm damage: টর্নেডোয় উড়লো প্যান্ডেল থেকে বাড়ির চাল। গাছ উপড়ে দীর্ঘক্ষণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কয়েক মিনিটের ঝড়। তাতেই লন্ডভন্ড সব। পুজো প্যান্ডেল, বাড়ির চাল, গাছের ডাল এমনকি দুটো টোটো রিক্সাও গড়িয়ে গেল পুকুরে। শুক্রবার ভোরের দিকে চন্দননগর থানার নাড়ুয়া শান্তিপাড়া এলাকায় এই ক্ষনিকের টর্নেডোর ধাক্কায় রীতিমতো বিধ্বস্ত হয়ে যায় চন্দননগরের নাড়ুয়া শান্তির মাঠ এলাকা।

Advertisment

স্থানীয় সূত্রের খবর, ভোরের বেলা দিকে হঠাৎ দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়।হঠাৎ টর্নেডোর মত পাক খাওয়া ঝড় বয়ে যায়।ভেঙে যায় নারুয়া শান্তির মাঠ এলাকার একটি পুজো কমিটির মন্ডপ।

আরও পড়ুন- West Bengal News Live Updates: পাখির চোখ '২৬-এর ভোট! দুর্গাপুজো মিটতেই রাজ্যে শুভেন্দু-শমীকদের অভিভাবকরা

Advertisment

আশেপাশে থাকা বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে ইটের দেওয়াল। বাড়ির টিনের চাল উড়ে গেছে হাওয়ার দাপটে। বড় বড় আম গাছের ডাল ভেঙে পড়েছে বাড়ির উপরে। 

আরও পড়ুন-TMC: নজরে '২৬-এর ভোট, রবিবার থেকেই তৃণমূলে শুরু দুরন্ত এই তৎপরতা

স্থানীয় বাসিন্দারা বলেন, ভোর বেলার হঠাৎ ঝড়ে সবই লণ্ডভণ্ড হয়ে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকার মানুষের।তবে কেউ হতাহত হয়নি। নেহাত প্রতিমা বিসর্জন হয়ে গিয়েছিল শুধু মন্ডপটা দাঁড়িয়ে ছিল।সেটাই ভেঙে পড়েছে।

Bengali News Today storm Tornado