/indian-express-bangla/media/media_files/2025/10/03/collapse-2025-10-03-15-21-24.jpg)
storm damage: বিধ্বংসী ঝড়ে তছনছ এলাকা।
Chandannagar storm damage: টর্নেডোয় উড়লো প্যান্ডেল থেকে বাড়ির চাল। গাছ উপড়ে দীর্ঘক্ষণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কয়েক মিনিটের ঝড়। তাতেই লন্ডভন্ড সব। পুজো প্যান্ডেল, বাড়ির চাল, গাছের ডাল এমনকি দুটো টোটো রিক্সাও গড়িয়ে গেল পুকুরে। শুক্রবার ভোরের দিকে চন্দননগর থানার নাড়ুয়া শান্তিপাড়া এলাকায় এই ক্ষনিকের টর্নেডোর ধাক্কায় রীতিমতো বিধ্বস্ত হয়ে যায় চন্দননগরের নাড়ুয়া শান্তির মাঠ এলাকা।
স্থানীয় সূত্রের খবর, ভোরের বেলা দিকে হঠাৎ দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়।হঠাৎ টর্নেডোর মত পাক খাওয়া ঝড় বয়ে যায়।ভেঙে যায় নারুয়া শান্তির মাঠ এলাকার একটি পুজো কমিটির মন্ডপ।
আশেপাশে থাকা বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে ইটের দেওয়াল। বাড়ির টিনের চাল উড়ে গেছে হাওয়ার দাপটে। বড় বড় আম গাছের ডাল ভেঙে পড়েছে বাড়ির উপরে।
আরও পড়ুন-TMC: নজরে '২৬-এর ভোট, রবিবার থেকেই তৃণমূলে শুরু দুরন্ত এই তৎপরতা
স্থানীয় বাসিন্দারা বলেন, ভোর বেলার হঠাৎ ঝড়ে সবই লণ্ডভণ্ড হয়ে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকার মানুষের।তবে কেউ হতাহত হয়নি। নেহাত প্রতিমা বিসর্জন হয়ে গিয়েছিল শুধু মন্ডপটা দাঁড়িয়ে ছিল।সেটাই ভেঙে পড়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us