Bengali sweets: রসগোল্লা থেকে মোয়া, বাংলার মিষ্টির মাধুর্যে জড়িয়ে স্বর্ণালী এক ইতিহাস!

sweets of Bengal:জানুন পশ্চিমবঙ্গের কোথায় কোন মিষ্টি বিখ্যাত। রসগোল্লা, মিহিদানা, ল্যাংচা, মোয়া—বাংলার প্রতিটি জেলার মিষ্টিতে লুকিয়ে আছে ঐতিহ্যের গল্প।

sweets of Bengal:জানুন পশ্চিমবঙ্গের কোথায় কোন মিষ্টি বিখ্যাত। রসগোল্লা, মিহিদানা, ল্যাংচা, মোয়া—বাংলার প্রতিটি জেলার মিষ্টিতে লুকিয়ে আছে ঐতিহ্যের গল্প।

author-image
Nilotpal Sil
New Update
Bengali sweets  ,West Bengal famous sweets  ,traditional Bengali desserts , sweets of West Bengal  ,regional sweets of Bengal  ,Kolkata rasgulla,  Burdwan sitabhog mihidana,  Krishnanagar sarbhaja sarpuria  ,Shaktigarh langcha,  Joynagar moa,  Murshidabad sweets  ,Nadia district sweets  ,Bengali sweet culture,  famous Indian sweets,  traditional Indian mithai  ,Bengali sweet history,  iconic sweets of Bengal,  local sweets of Bengal,  best sweets in West Bengal,বাংলার মিষ্টি  ,পশ্চিমবঙ্গের বিখ্যাত মিষ্টি  ,জেলার মিষ্টির নাম  ,রসগোল্লা,  সীতাভোগ,  মিহিদানা  ,সরভজা  ,সরপুরিয়া  ,ল্যাংচা  ,জয়নগরের মোয়া,  মুর্শিদাবাদের মিষ্টি  ,কৃষ্ণনগরের মিষ্টি  ,বাংলা মিষ্টির ইতিহাস,  বাংলা সংস্কৃতি ও মিষ্টি,  traditional bengali sweets  ,famous sweets of west bengal

Bengal famous sweets: বাংলার বিখ্যাত সব মিষ্টি।

Bengali sweet history:বাংলার মিষ্টি শুধু স্বাদে নয়, সংস্কৃতিরও প্রতিচ্ছবি। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার নিজস্ব মিষ্টির একটি ঐতিহ্য আছে, যা সেই অঞ্চলের মানুষের রুচি, ইতিহাস ও জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িত।

Advertisment

রাজ্যের রাজধানী কলকাতার নাম এলেই মনে পড়ে বিখ্যাত রসগোল্লা। নবীনচন্দ্র দাসের উদ্ভাবিত এই সাদা, নরম, রসালো মিষ্টি আজ বাংলার পরিচয়ের প্রতীক। কলকাতায় আরও জনপ্রিয় লেডিকেনি, চমচম ও ছানার পায়েশ।

শহর কলকাতার পাশাপাশি এই রাজ্যের জেলায়-জেলায় এক এক ধরনের মিষ্টির খোঁজ মেলে। স্থানীয়ভাবেই এই সব দারুণ স্বাদের মিষ্টির নামকরণ করা হয়েছিল। শুধু মিষ্টির নামেই এক-একটি এলাকার পরিচয় ঘটে বহির্বিশ্বের সঙ্গে। 

Advertisment

নদিয়া জেলার কৃষ্ণনগর বিখ্যাত তার অনন্য সরভজা ও সরপুরিয়ার জন্য। দুধের ঘন মালাই ও ছানার সংমিশ্রণে তৈরি এই দুই মিষ্টি অত্যন্ত সূক্ষ্ম ও মুখরোচক। অন্যদিকে, বর্ধমান জেলার সীতাভোগ ও মিহিদানা রাজপরিবারের পছন্দের মিষ্টি ছিল, যা আজও সমগ্র বাংলায় জনপ্রিয়।

আরও পড়ুন- Travel:এ যেন সবুজের স্বর্গভূমি, কাঞ্চনজঙ্ঘার ছায়াতলের গ্রামের এমন স্বপ্নিল সৌন্দর্য্যে মোহিত হবেনই!

পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় বিখ্যাত ল্যাংচার জন্য। লম্বাটে আকৃতির এই ছানাভিত্তিক মিষ্টি রসগোল্লার মতোই রসে ভেজানো হয়। নদিয়ার নবদ্বীপে পাওয়া যায় অসাধারণ মাখা সন্দেশ, যা ঘন দুধ ও ছানা দিয়ে তৈরি। মুর্শিদাবাদের মিষ্টির স্বাদে আছে নবাবি ঐতিহ্য। এখানকার ছানার পোলাও, ছানার জিলাপি ও শরবত সন্দেশ বিশেষভাবে জনপ্রিয়।

জয়নগর, দক্ষিণ ২৪ পরগনার একটি ছোট শহর। এই জয়নগর বিখ্যাত তার মোয়ার জন্য, যা শীতকালে খেজুর গুড় ও খই দিয়ে তৈরি করা হয়। এছাড়াও বীরভূমের মোয়া, বাঁকুড়ার মাকলা সন্দেশ ও পুরুলিয়ার চেনা মুরকি স্থানীয়ভাবে প্রিয় মিষ্টি।

আরও পড়ুন-North Bengal:উত্তরবঙ্গের লুকনো রত্ন চিসাং! অপরূপ, অসাধারণ এই প্রান্তের অনির্বচনীয় শোভার প্রেমে পড়বেনই!

সব মিলিয়ে বলা যায়, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার মিষ্টির নিজস্ব গল্প আছে। এই মিষ্টিগুলো শুধু খাবার নয়, তারা বাংলার ঐতিহ্য, স্মৃতির প্রতীক — যা বাংলার মানুষকে এক সুগন্ধি মিষ্টিময় বন্ধনে আবদ্ধ করে রেখেছে।

Bhaiphota Sweets bengal sweets sweets of bengal