Advertisment

সাতসকালে ট্রেন ভোগান্তি ব্যারাকপুর-নৈহাটি শাখায়

সিগন্যালিং বিভ্রাটের জেরে ব্যারাকপুর-নৈহাটি শাখায় বিপর্যস্ত রেল পরিষেবা। সিগন্যালিং সমস্যার জেরে শুক্রবার সকাল ৭টা ২৪ মিনিট নাগাদ থেকে বিঘ্নিত ট্রেন চলাচল।

author-image
IE Bangla Web Desk
New Update
rail, রেল

ব্যারাকপুর-নৈহাটি শাখায় বিপর্যস্ত রেল পরিষেবা। প্রতীকী ছবি।

অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার হলেন নিত্যযাত্রীরা। সিগন্যালিং বিভ্রাটের জেরে শিয়ালদা ডিভিশনের ব্যারাকপুর-নৈহাটি শাখায় বিপর্যস্ত হলো রেল পরিষেবা। সিগন্যালিং সমস্যার জেরে শুক্রবার সকাল ৭টা ২৪ মিনিট নাগাদ থেকে বিঘ্নিত হয় ট্রেন চলাচল। ১০টা ১৭ মিনিট নাগাদ স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা, জানিয়েছে রেল।

Advertisment


আরও পড়ুন: কলকাতার এক্সাইড মোড়ের কাছে বহুতলে বিধ্বংসী আগুন

পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, শ্যামনগরে চারটি লাইনেই সিগন্যাল বিভ্রাট হয়েছে। যার জেরে বিভিন্ন স্টেশনে থমকে যায় বহু লোকাল ট্রেন। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে দূরপাল্লার ট্রেনও। বেশ কিছু ট্রেন দেরিতে চলায় চরম সমস্যার মুখে পড়েছেন নিত্যযাত্রীরা।

এ ঘটনার জেরে দেরিতে চলছে হাজারদুয়ারি এক্সপ্রেস, মা তারা এক্সপ্রেস, মৈত্রী এক্সপ্রেস, পূর্বাচল এক্সপ্রেস। দেরিতে চলছে বহু লোকাল ট্রেনও। জোর তৎপরতার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

kolkata news indian railway
Advertisment