/indian-express-bangla/media/media_files/2025/09/22/trawler-2025-09-22-10-32-16.jpg)
Trawler accident: বিপাকে পড়া মৎস্যজীবীদের উদ্ধারে পুলিশকর্মীরা।
Maipith trawler accident: বরাতজোরে প্রাণে বাঁচলেন মৎস্যজীবীরা। মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে রওনা দিয়েছিল ট্রলার। মাঝ সমুদ্রে হঠাৎই সেই ট্রলারে ফাটল ধরে এবং তা থেকে হু হু করে জল ঢুকতে শুরু করে দেয়। ভয়ঙ্কর এই কাণ্ডে মাঝ সমুদ্রে বিরাট বিপদের মধ্যে পড়ে গিয়েছিলেন মৎস্যজীবীরা। শেষমেশ দেবদূতের মতো মাঝ সমুদ্রে প্রায় ডুবতে চলা মৎস্যজীবীদের বাঁচাতে এগিয়ে যান পুলিশকর্মীরা।
রবিবার সকালে মৈপিঠ উপকূল থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে রওনা দিয়েছিল FB মাসুনা নামের একটি ট্রলার। ট্রলারটিতে মোট ন’জন মৎস্যজীবী ছিলেন। কিছু দূর সমুদ্রে পৌঁছনোর পরই জিনজিরা দ্বীপের কাছে বিপত্তি ঘটে। বালির চরে ধাক্কা খেয়ে ট্রলারের গায়ে ফাটল ধরে যায়।
মুহূর্তের মধ্যেই ভেতরে জল ঢুকতে শুরু করে। হঠাৎ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে থাকেন মৎস্যজীবীরা। আতঙ্কের মাঝেই তাঁরা কাঁথা দিয়ে ফাটল চেপে ধরে জল আটকানোর চেষ্টা করেন। অবশেষে কোনোরকমে কালীব্যায়রা জঙ্গলের ধারে ট্রলারটিকে ঠেকিয়ে সেখানে আশ্রয় নেন।
জলপথে বিপদের খবর দ্রুতই পৌঁছয় পরিবারের কাছে এবং মৈপিঠ উপকূল থানায়। খবর পেয়ে রাতেই পুলিশ উদ্ধার অভিযানে নামে। কয়েক ঘণ্টার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার পর গভীর রাতে সফলভাবে ট্রলারটি উদ্ধার করা হয়। নিরাপদে ফিরিয়ে আনা হয় ন’জন মৎস্যজীবীকেও।
ভারতের এই রাজ্যে ভয়াবহ ভূমিকম্প, আতঙ্কে মানুষ, জানুন সর্বশেষ আপডেট
তাঁদের সুস্থ অবস্থায় পরিবারে ফিরিয়ে দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছে পুলিশ প্রশাসন। স্থানীয়দের দাবি, সময়মতো উদ্ধার না হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। এই ঘটনায় আতঙ্ক ছড়ালেও শেষ পর্যন্ত প্রাণহানি এড়ানোয় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলেই।