আদিবাসী সম্প্রদায় থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এরাজ্যে রাজনৈতিক ফায়দা পেতে চেষ্টার কসুর করছে না গেরুয়া শিবির। ইতিমধ্যে ধন্যবাদ জ্ঞাপন করে ঝাড়গ্রামে মিছিল হয়েছে বিজেপির উদ্যোগে। বিজেপির চালে ফাঁপড়ে পড়েছে তৃণমল কংগ্রেসও। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে তা আগেই স্পষ্ট হয়েছে। এরই মধ্যে রাজ্য থেকে আদিবাসী সাঁওতাল সম্প্রদায় থেকে ২৭ জনের একটি দল দিল্লি যাচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁরা লোকনৃত্য পরিবেশন করবে। এই সুযোগ পেয়ে স্বভাতই আনন্দ প্রকাশ করেছেন হুগলি বিজেপির এসটি সেলের সভাপতি সোমলাল মুর্মু।
সাঁওতাল লোকসংস্কৃতি নৃত্য পরিবেশন করবে হুগলির পান্ডুয়ার দলটি। সোমলাল মুর্মুর নেতৃত্ব ২৭ জনের দল এদিন পূর্বা এক্সপ্রেসে রওনা দিচ্ছেন দিল্লি। সোমলাল মুর্মু ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, 'এই দলে ২৭ জনের মধ্যে থাকছে ১৩ জন মহিলা ১৪ জন পুরুষ। নৃত্যদলের প্রত্যেকের বাড়ি পান্ডুয়া বিধানসভা এলাকায়। এখানকার তিনটে দল দিল্লি যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু দিল্লি যাওয়ার অনুমোদন পেয়েছে একটি টিম।'
রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। রাজ্য বিজেপির অফিস সম্পাদক প্রণয় রায় বলেন, 'এসটি মোর্চার হুগলির একটি টিম দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে ট্রাডিশনাল নাচ করবে। সারা দেশ থেকেই নানা টিম যাচ্ছে। পশ্চিমবঙ্গ এসটি সেলের তত্ত্বাবধানে হুগলির দলটি যাবে।'
আরও পড়ুন- অন্যতম জ্যোতির্লিঙ্গ, লক্ষ লক্ষ পুণ্যার্থীর কাছে যা পরিচিত ‘বাবাধাম’ নামে
পান্ডুয়ার এই দলটি মূলত জেলাতেই অনুষ্ঠান করে। কলকাতায় একটি অনুষ্ঠান করেছে। এবার একেবারে দিল্লি সফর। তার ওপর রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ। সোমলাল মুর্মু বলেন, 'দিল্লিতে আদিবাসী নৃত্য করবে এই দল। মাথায় থাকবে ঘটি। বাজবে ধামসা-মাদল। বাজনার তালে তালে নৃত্য করবে। দলের ২৫ জন পারফর্ম করবে। এই টিমটা ৭-৮ বছর ধরে অনুষ্ঠান করছে। এই প্রথমবার বাংলার বাইরে।'
রাষ্ট্রপতি ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণে আপ্লুত সোমলাল মুর্মু। খুশিতে আত্মহারা। তিনি বলেন, 'একেবারে দিল্লিতে রাষ্ট্রপতি শপথের অনুষ্ঠানে, আমাদের খুব আনন্দ হচ্ছে, উচ্ছসিত আমরা। তাছাড়া গর্ব হচ্ছে আদিবাসী রাষ্ট্রপতি হওয়ায়। রবিবার নৃত্যের ট্রায়াল হবে। সোমবার ফাইনাল।' বিজেপির এই আদিবাসী নেতা জানান, এই নাচ তো আমাদের প্রত্যেক দিনের অভ্যাস।