Advertisment

Trinamul Congress worker shot dead: এবার নৈহাটিতে রোমহর্ষক শুটআউট! এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা তৃণমূলকর্মী

Trinamul Congress worker shot dead: ফের গুলিতে ঝাঁঝরা তৃণমূল কর্মী। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার নৈহাটি। বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে পরপর গুলি দুষ্কৃতিদের।

author-image
Joyprakash Das
New Update
Trinamul Congress worker shot dead

ফের গুলিতে ঝাঁঝরা তৃণমূল কর্মী। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার নৈহাটি।

Trinamul Congress worker shot dead: ফের গুলিতে ঝাঁঝরা তৃণমূল কর্মী। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার নৈহাটি। বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে পরপর গুলি দুষ্কৃতিদের। হাসপাতালে নিয়ে গেলে সন্তোষ যাদব নামে ওই তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই শুট আউটের ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল।

Advertisment

আবারও শুট আউট। নৈহাটিতে গুলি করে খুন তৃণমূল কংগ্রেস কর্মীকে। নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, বাড়ি ফেরার পথে নৈহাটির গৌরীপুর পানিট্যাংকি এলাকায় আমাদের দলের কর্মী সন্তোষ যাদবকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা দলে প্রায় ৮ জন ছিল। প্রথম রাউন্ড গুলি চালায় ৩টে ৫৫মিনিট নাগাদ। দু'মিনিট পর ফের সন্তোষের ওপর গুলি চালায়।" চার রাউন্ডগুলি চলেছে বলে তাঁর দাবি।

এর আগে মালদায় পর পর শুট আউটের ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে। এবার তৃণমূল কর্মী খুনের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকায় দীর্ঘদিন ধরেই অশান্তি লেগে আছে। 

এদিকে দলীয় কর্মী খুনের ঘটনায় বিজেপিকে দায়ী করেছে তৃণমূল। ব্যারাকপুরের সাংসদ পার্থ দে বলেন, " অর্জুন সিং মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। ভাটপাড়াতেও তার পায়ের তলার মাটি সরে গেছে। এবার সন্ত্রাস করে জায়গা দখলের চেষ্টা করছে। তবে এসব করে কিছু লাভ হবে না।" প্রতিক্রিয়া মেলেনি বিজেপির প্রাক্তন সাংসদ। 

Advertisment

এদিকে কে বা কারা এই গুলি চালানোর সঙ্গে যুক্ত তার তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে ঘটনাস্থলের আশেপাশের লোকজনকে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

tmc Murder Naihati
Advertisment