/indian-express-bangla/media/media_files/2025/07/16/tripura-govt-announces-massive-recruitment-drive-2025-07-16-18-40-59.jpg)
দুর্গাপুজোর আগেই বিরাট সুখবর! শিক্ষা স্বাস্থ্য খাতে বড়সড় নিয়োগের ঘোষণা
Tripura Recruitment Drive: (দেবরাজ দেব )
দুর্গাপুজোর আগেই রাজ্যবাসীর জন্য সুখবর। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বড়সড় নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার নেতৃত্বে মঙ্গলবার আগরতলায় রাজ্য সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে মোট ১,৬১৫টি শিক্ষক পদের জন্য নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
Agartala, Tripura: The Tripura State Cabinet, chaired by Chief Minister Manik Saha, has sanctioned a major recruitment drive to fill 1,658 vacancies across key departments, including Education, Health, and the National Law University.
— IANS (@ians_india) July 15, 2025
Minister Sushanta Chowdhury says, "Proposal… pic.twitter.com/LvjQSkLbaQ
সরকারি স্কুলে শিক্ষক ঘাটতি মেটারে ১,৬১৫ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক নিয়োগের ঘোষণা করল ত্রিপুরা সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী বলেন, “বিদ্যালয়গুলিতে স্নাতকোত্তর শিক্ষকের যে ঘাটতি রয়েছে, তা পূরণ করতে এই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। TRBT এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে।” মোট ১,৬১৫টি পদের মধ্যে ৭০০ জন স্নাতক শিক্ষক (Graduate Teacher) এবং ৯১৫ জন স্নাতকোত্তর শিক্ষক (Post Graduate Teacher) নিয়োগ করা হবে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য।
A major boost for secondary education in Tripura!
— Prof.(Dr.) Manik Saha (@DrManikSaha2) July 15, 2025
The State Cabinet has approved the recruitment of 915 Post Graduate Teachers (PGT) for Classes 11 & 12 across the state.
This crucial move will help address the shortage of qualified teachers and enhance the quality of education… pic.twitter.com/RKwdnaCeFk
মুখ্যমন্ত্রী মানিক সাহা পরে এক্স-এ একটি পোস্টে লেখেন, “আমাদের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং গুণগত শিক্ষার মান নিশ্চিত করতে ৭০০ স্নাতক শিক্ষক নিয়োগে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আমরা কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এবং শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যপূরণে দৃঢ়প্রতিজ্ঞ।”
State cabinet approves recruitment of 700 Graduate Teachers (GT) to strengthen our education system and ensure quality education for all.
— Prof.(Dr.) Manik Saha (@DrManikSaha2) July 15, 2025
We are committed to provide employment opportunities and march for the Shrestha Tripura. pic.twitter.com/YC7oMHgzS9
শিক্ষা খাতকে মজবুত করতে ত্রিপুরা শিক্ষক নিয়োগ বোর্ড (TRBT)-এর মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন হবে। এর মধ্যে ৯১৫ জন স্নাতকোত্তর শিক্ষক (PGT) নিয়োগ করা হবে একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য। পাশাপাশি নবম ও দশম শ্রেণির জন্য ৭০০ জন স্নাতক শিক্ষক (GT) নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট দূর করতে সাহায্য করবে বলে মনে করছে সরকার।
শুধু শিক্ষা নয়, স্বাস্থ্য পরিষেবাও শক্তিশালী করতে উদ্যোগী হয়েছে রাজ্য। রাজ্যের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের অধীনে ৬ জন নতুন মেডিক্যাল অফিসার নিয়োগেরও সিদ্ধান্ত হয়েছে। এতে শহর ও গ্রামাঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পরিষেবা আরও উন্নত হবে বলেই আশা করা হচ্ছে। এছাড়াও, জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে মোট ৩৭টি শিক্ষাকর্মী এবং প্রশাসনিক পদের নিয়োগ হবে। এর মধ্যে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের পদ রয়েছে। এই নিয়োগ প্রতিষ্ঠানটির নিজস্ব নিয়োগ নীতি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হবে।