একুশে জুলাই এর আগে বাঙালি আবেগকে ঢাল করে কলকাতা কাপালেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬ এর ভোটের আগে পুরোদমে বাঙালি আবেগের শান দিতে ময়দানে নেমে পড়েছে জোড়া ফুল ব্রিগেড। ভিন রাজ্যে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য বহু মানুষকে আটক গ্রেফতারের মতো ঘটনা ঘটছে। বুধবার এই ইসুতেই রাজপথে প্রতিবাদ মিছিলে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা। সেই মিছিল শেষে ধর্মতলার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রকে এক হাত নিলেন তৃণমূল নেত্রী।
বিজেপিকে চরম বার্তা দিয়ে তৃণমূল সুপ্রিম এদিন বলেন, " এবার থেকে আরও বেশি বাংলায় বলবো। পারলে আমাকে গ্রেফতার করে দেখাক। বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি, প্রতিদিন আমার কাছে কমপ্লেন আসছে, আমি অত্যন্ত লজ্জিত, ব্যাথিত ভারত সরকার আর বিজেপির এই আচরণে। ভারত সরকার লুকিয়ে লুকিয়ে একটা নোটিফিকেশন করেছে। সেটা বিজেপি শাসিত রাজ্যে পাঠিয়েছে। সেটাকে আমরা চ্যালেঞ্জ করব।"
তিনি আরও বলেন, "সেই নোটিফিকেশনে বলা হয়েছে বাংলায় কথা বললে যাকেই সন্দেহ হবে, আটক করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। বাঙালির ওপর অত্যাচার হলে সহ্য করব না। দক্ষতার জন্যই বাংলা শ্রমিকদের নিয়ে যাওয়া হয় ভিন রাজ্যে। বাংলায় বললেই আটক করতে বলছে বিজেপি সরকার।"
আরও পড়ুন- Mamata Banerjee protest march rally:'বিনা বিচারে জেলে রেখে দেবে, এটা জরুরি অবস্থার চেয়েও ভয়ঙ্কর', মমতার নিশানায় কেন্দ্র
কেন্দ্রের শাসক দল BJP-কে আক্রমণ শানিয়ে এদিন তৃণমূল সুপ্রিমো আরও বলেছেন, "দিল্লিওয়ালারা কী ভাবছেন যে আপনারা দেশের জমিদারি নিয়েছেন? যাকে ইচ্ছে জেলে পাঠাবেন? বাংলা ভাষায় কথা বললে যাকে ইচ্ছে বাংলাদেশি রোহিঙ্গা বলে দেবেন? এসব কিছুতেই সহ্য করব না। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে।"
আরও পড়ুন- Sanjay Roy:আরজি কর মামলায় বেকসুর খালাসের আবেদন সঞ্জয়ের, শেষমেশ হাইকোর্ট কী জানাল?