/indian-express-bangla/media/media_files/2025/10/07/tmc-2025-10-07-20-59-43.jpg)
TMC office attack: তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের সেই ছবি।
জলপাইগুড়ি জেলায় বন্যা ত্রাণ বিলির সময় বিজেপি বিধায়ক খগেন মুর্মু এবং শংকর ঘোষ আক্রান্ত হবার ঘটনা কিছুক্ষণের মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় আচমকাই ত্রিপুরার শাসকদল বিজেপির একটি মিছিল থেকে রাজ্য তৃণমূল কংগ্রেস ভবনের সামনে একদল বিজেপি কর্মী ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস দল।
আজ বিকেলেই কুমারগ্রাম বিধানসভা এলাকায় আজ বন্যা প্রাণ সামগ্রী বিলির সময়ে শাসক তৃণমূল কংগ্রেস কর্মীদের হাতে বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও আক্রান্ত হন। এর কিছুক্ষণ পরেই সারা ভারত তৃণমূল কংগ্রেসের পক্ষে অভিযোগ করে বলা হয়েছে যে সারা ভারত তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা কার্যালয়ে নৃশংস হামলা চালিয়েছে বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা।
খগেন মুর্মু এবং শংকর ঘোষ এর উপর আক্রমণের বিরুদ্ধে আজ সন্ধ্যায় একটি প্রতিবাদ মিছিল বের করেছিল বিজেপি দল। মহারাজগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেস রাজ্য কার্যালয়ের সামনে আসার পর মিছিল থেকে বিজেপি সমর্থকেরা তৃণমূল পতাকা, ফ্ল্যাক্স ও অন্যান্য প্রচারসামগ্রী ফেলে দেয়, পার্টি অফিসে সামনে কিছু ফুলদানি নষ্ট করা হয়।
আরও পড়ুন- BJP Mla Attacked:ত্রাণ বিলিতে গিয়ে ফের 'আক্রান্ত' BJP বিধায়ক, গাড়ি ভাঙচুর, আহত ৪
সামাজিক মাধ্যমে তৃণমূল কংগ্রেস দলের পক্ষে বলা হয়েছে এধরনের হামলা "... কোন বিচ্ছিন্ন ঘটনা নয় - এটি গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। ক্ষমতাসীনরা যখন তাদের বিরোধীদের স্তব্ধ করতে হিংসাকে হাতিয়ার করছে, তখন তারা শক্তি নয়, নিজেদের ভয় ও নৈতিক দেউলিয়াকেই প্রকাশ করছে। বিজেপি মুখে বলে "গণতন্ত্র বাঁচাও", অথচ একের পর এক রাজ্যে তার ভিত্তিটাকেই জ্বালিয়ে দিচ্ছে। তারা অফিস ভাঙতে পারে পোস্টটা ছিড়ে ফেলতে পারে, কর্মীদের ভয় দেখাতে পারে - কিন্তু তারা কখনো মুছে দিতে পারবে না সেই প্রতিরোধের চেতনা, যা প্রতিটি তৃণমূল কর্মীর রন্ধ্রে রন্ধ্রে বইছে। আমরা চুপ থাকবো না। আমরা পিছিয়ে যাব না। ত্রিপুরা ও ভারতের বাসিন্দারা সবকিছু দেখছে"।
ঘটনার অব্যবহিত পরে বিজেপির ত্রিপুরা রাজ্য মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, "আমরা আজ একটি টোকেন প্রতিবাদ দেখিয়েছি। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস দলের এমনিতেও কোন অস্তিত্ব নেই, এই অফিসটিতে কেউ বিশেষ যায়ও না। আমরা আমরা পশ্চিমবঙ্গে আমাদের দলীয় নেতৃত্বের উপর তৃণমূল কংগ্রেসের হিংসাত্মক আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এখানকার তৃণমূল কংগ্রেস অফিসের সামনে তাদের কিছু প্রচার সামগ্রী ফেলে দিয়েছি। আমরা জানতে পেরেছি তৃণমূল কংগ্রেস দলের একটি প্রতিনিধি দল আগামীকাল ত্রিপুরায় আসছে। তাদের কাছে অনুরোধ রইলো তারা আসার সময় যেন খগেন মুর্মুর রক্তাক্ত ছবিটি সঙ্গে করে নিয়ে আসেন। সার্থক আক্রমণের অভিযোগ তৃণমূল কংগ্রেসের মুখে মানায় না"।
আরও পড়ুন- Zubeen Garg tribute:লক্ষ্মী পুজোয় ‘সিঙ্গাপুর সিটি’! প্রয়াত শিল্পী জুবীন গর্গকে অনবদ্য শ্রদ্ধাঞ্জলী
সর্বশেষ প্রাপ্ত সংবাদের জানা গেছে তৃণমূল কংগ্রেস দলের একটি ছয় সদস্য প্রতিনিধি দল আগামীকাল আগরতলায় আসছেন। এই প্রতিনিধি দলে থাকছেন প্রতিমা মন্ডল, সায়নী ঘোষ, বিরবাহ হাঁসদা, কুণাল ঘোষ, সুদীপ রাহা এবং সুস্মিতা দেব।
পশ্চিম ত্রিপুরা সদর বিজেপি কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য বলেন, "গতকাল কোজাগরী লক্ষীপুর ছিল। পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরায় যখন সবার সকলে মা লক্ষ্মীর আরাধনায় ব্যস্ত ছিল, তখন আমাদের দুবারের সাংসদ খগেন মুর্মুর উপর প্রাণঘাতী হামলা করা হয়, তাঁকে প্রাণে মেরে ফেলার জন্যে চেস্টা করা হয়। বন্যা ত্রাণ বিলির জন্য তিনি গতকাল মানুষের মধ্যে গিয়ে পৌঁছেছিলেন সেখানে তৃণমূলের গুন্ডাবাহিনী তাকে নৃশংসভাবে আক্রমণ করেছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গে আজ গনতন্ত্র নেই, বাকস্বাধীনতা নেই। তাঁর পালিত গুন্ডারা কোজাগরী পূর্ণিমায় রক্তে রঞ্জিত মালা উপহার দিয়েছে, সেখানে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে তাঁর বিরুদ্ধে কথা বলা যাবে না, মানুষ বিপদে পড়লে কেউ সাহায্য করতে পারবে না। মমতা ব্যানার্জি কে আমরা ধিক্কার জানাই। সেজন্যেই আমরা আজ প্রতিবাদ জানাচ্ছি"।
তিনি আরও বলেন পশ্চিমবঙ্গে ২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিদায় ঘন্টা বাজতে চলেছে এবং আসন্ন পরাজয়ের কথা আঁচ করতে পেরেই তৃণমূল কংগ্রেস কর্মীরা বিরোধীদের উপর হিংসাত্মক আক্রমণ সংঘটিত করে চলেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us