/indian-express-bangla/media/media_files/2025/10/07/zubeen-2025-10-07-16-38-50.jpg)
Zubeen Garg tribute: প্রয়াত কিংবদন্তী সংগীত শিল্পীকে অভূতপূর্ব শ্রদ্ধাঞ্জলী!
দুর্গা পুজোর পাশাপাশি লক্ষ্মী পুজোতেও থিমের ছড়াছড়ি। প্রয়াত সঙ্গীত শিল্পী জুবীন গর্গকে শ্রদ্ধা জানাতে তাঁর মৃত্যুর শহর " সিঙ্গাপুর সিটি " কেই থিম হিসাবে তুলে ধরলো তমলুকের সাউতানচকের মিদ্যা পরিবার। আর সেই সিঙ্গাপুর সিটি দেখতে দর্শনার্থীদের ভীড় জমে উঠেছে।
গত ২৭ বছর ধরে তমলুকের মিদ্যা পরিবারের থিমের মন্ডপ বানিয়ে মানুষকে তাক লাগিয়ে আসছেন। ২০০৮ সালে টাইটনিক জাহাজ থিম করে নজর কেড়ে ছিলো। তার গতবছর ২ কোটি টাকার ১০০,৫০০,২০০০ টাকার নকল নোট দিয়ে মন্ডপ বানিয়ে খুব ভাইরাল হয়েছিলো। দর্শনার্থীদের সামাল দিতে রীতিমতো হিমসিম খেয়ে হয়েছিলো তমলুক থানার পুলিশকে। এবারেও লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে আশাবাদী মিদ্যা পরিবার।
আরও পড়ুন- 'নাগরাকাটায় কাশ্মীরের স্টাইলে হামলা', BJP সাংসদ খগেন মুর্মুর ওপর পাথরবৃষ্টি, কেন্দ্রীয় তদন্তের দাবি
মিদ্যা পরিবারের সদস্য কমল মিদ্যা জানান, ছোট বয়স থেকে বাড়িতে থিমের মন্ডপ করে লক্ষ্মী পুজোর আয়োজন হতো। সময়ে সাথে সাথে থিমের পরিবর্তন ও মানুষের ঢল দেখে নতুনত্ব কিছু করার চেস্টা।গত বছর ২ কোটি টাকার মন্ডপ নির্মান করে বেশ সড়া পড়েছিলো। সম্প্রতি আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী জুবীন গর্গ সিঙ্গাপুরে প্রয়াত হয়েছেন। তাঁকে শ্রদ্ধা জানাতেই " সিঙ্গাপুর সিটি " থিম হিসাবে নির্মাণ করা হয়েছে। আগামী পাঁচ দিন ধরে মানুষ মন্ডপ দেখার সুযোগ পাবে। ভীড় নিয়ন্ত্রণ পুলিশের পাশাপাশি পর্যাপ্ত সেচ্ছাসেবক থাকবে।"
মিদ্যা পরিবারে মন্ডপে এলে মনে হবে আপনি সিঙ্গাপুর শহরে ঘুরে বেড়াচ্ছেন। যানবাহন থেকে রাস্তাঘাটের সমস্ত কিছুই মন্ডপে তুলে ধরা হয়েছে।
গত প্রায় এক মাস ধরে মন্ডপ নির্মানের কাজ চলে।মন্ডপ নির্মান থেকে মানুষ ভীড় জমাতে থাকে মিদ্যা পরিবারে। গত বছরের থেকেও এবারেও আরও বেশি মানুষ মন্ডপ ও প্রতিমা দর্শনে আসবে আশাবাদী মিদ্যা পরিবার।