Zubeen Garg tribute:লক্ষ্মী পুজোয় ‘সিঙ্গাপুর সিটি’! প্রয়াত শিল্পী জুবীন গর্গকে অনবদ্য শ্রদ্ধাঞ্জলী

Lakshmi Puja 2025: প্রয়াত প্রখ্যাত সংগীত শিল্পী জুবিন গর্গকে অনবদ্য শ্রদ্ধাঞ্জলী। লক্ষ্মীপুজোয় অবাক করা এই থিমের মণ্ডপ এলাকায় সাড়া ফেলে দিয়েছে।

Lakshmi Puja 2025: প্রয়াত প্রখ্যাত সংগীত শিল্পী জুবিন গর্গকে অনবদ্য শ্রদ্ধাঞ্জলী। লক্ষ্মীপুজোয় অবাক করা এই থিমের মণ্ডপ এলাকায় সাড়া ফেলে দিয়েছে।

author-image
Debanjana Maity
New Update
তমলুক লক্ষ্মী পুজো,  মিদ্যা পরিবার মন্ডপ,  সিঙ্গাপুর সিটি থিম  ,জুবীন গর্গ শ্রদ্ধাঞ্জলি,  Zubeen Garg tribute,  Tamluk Lakshmi Puja 2025,  Singapore city theme pandal,  থিমের পুজো তমলুক  ,মিদ্যা পরিবারের থিম পুজো  ,West Bengal festival news  ,লক্ষ্মী পুজো ২০২৫,  unique puja theme Bengal,  Tamluk puja crowd  ,famous Lakshmi Puja in Bengal,  Durga Puja to Lakshmi Puja theme

Zubeen Garg tribute: প্রয়াত কিংবদন্তী সংগীত শিল্পীকে অভূতপূর্ব শ্রদ্ধাঞ্জলী!

দুর্গা পুজোর পাশাপাশি  লক্ষ্মী পুজোতেও থিমের ছড়াছড়ি। প্রয়াত সঙ্গীত শিল্পী জুবীন গর্গকে শ্রদ্ধা জানাতে তাঁর মৃত্যুর শহর " সিঙ্গাপুর সিটি " কেই থিম হিসাবে তুলে ধরলো তমলুকের সাউতানচকের মিদ্যা পরিবার। আর সেই সিঙ্গাপুর সিটি দেখতে দর্শনার্থীদের ভীড় জমে উঠেছে। 

Advertisment

গত ২৭ বছর ধরে তমলুকের মিদ্যা পরিবারের থিমের মন্ডপ বানিয়ে মানুষকে তাক লাগিয়ে আসছেন।  ২০০৮ সালে টাইটনিক জাহাজ থিম করে নজর কেড়ে ছিলো। তার গতবছর  ২ কোটি টাকার ১০০,৫০০,২০০০ টাকার নকল নোট দিয়ে মন্ডপ বানিয়ে খুব ভাইরাল হয়েছিলো। দর্শনার্থীদের সামাল দিতে রীতিমতো হিমসিম খেয়ে হয়েছিলো তমলুক থানার পুলিশকে। এবারেও লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে আশাবাদী মিদ্যা পরিবার। 

আরও পড়ুন- 'নাগরাকাটায় কাশ্মীরের স্টাইলে হামলা', BJP সাংসদ খগেন মুর্মুর ওপর পাথরবৃষ্টি, কেন্দ্রীয় তদন্তের দাবি

Advertisment

মিদ্যা পরিবারের সদস্য কমল মিদ্যা জানান,  ছোট বয়স থেকে বাড়িতে থিমের মন্ডপ করে লক্ষ্মী পুজোর আয়োজন হতো। সময়ে সাথে সাথে থিমের পরিবর্তন ও মানুষের ঢল দেখে নতুনত্ব কিছু করার চেস্টা।গত বছর ২ কোটি টাকার মন্ডপ নির্মান করে বেশ সড়া পড়েছিলো। সম্প্রতি আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী জুবীন গর্গ সিঙ্গাপুরে প্রয়াত হয়েছেন। তাঁকে শ্রদ্ধা জানাতেই " সিঙ্গাপুর সিটি " থিম হিসাবে নির্মাণ করা হয়েছে। আগামী পাঁচ দিন ধরে মানুষ মন্ডপ দেখার সুযোগ পাবে। ভীড় নিয়ন্ত্রণ পুলিশের পাশাপাশি পর্যাপ্ত সেচ্ছাসেবক থাকবে।"

আরও পড়ুন- Mamata Banerjee:'শাস্তি দিন, দলে ফিরিয়ে নিন', মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে কাতর অনুনয় বহিষ্কৃত তৃণমূল নেতার

মিদ্যা পরিবারে মন্ডপে এলে মনে হবে আপনি সিঙ্গাপুর শহরে ঘুরে বেড়াচ্ছেন। যানবাহন থেকে রাস্তাঘাটের সমস্ত কিছুই মন্ডপে তুলে ধরা হয়েছে। 

গত প্রায় এক মাস ধরে মন্ডপ নির্মানের কাজ চলে।মন্ডপ নির্মান থেকে মানুষ ভীড় জমাতে থাকে মিদ্যা পরিবারে। গত বছরের থেকেও এবারেও আরও বেশি মানুষ মন্ডপ ও প্রতিমা দর্শনে আসবে আশাবাদী মিদ্যা পরিবার।

tribute Zubeen Garg Kojagari Lakshmi Puja