/indian-express-bangla/media/media_files/2025/05/16/3GC0uZKLLPv8FcZkspUn.jpg)
রেগে আগুন ট্রাম্প!
Donald Trump: গুগলের উপর ৩.৫ বিলিয়ন ডলারের জরিমানা আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কড়া সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই পদক্ষেপকে ‘অন্যায়’ বলে আখ্যা দিয়ে সতর্কবার্তা দিয়ে বলেন, তাঁর প্রশাসন কোনওভাবেই “বৈষম্যমূলক পদক্ষেপ” মেনে নেবে না। ট্রাম্প বলেন, “কেবল গুগল নয়, আমাদের সমস্ত বড় আমেরিকান কোম্পানির সঙ্গে যা ঘটছে, তাতে আমরা ইউরোপীয় ইউনিয়নের উপর ক্ষুব্ধ।”
‘আমেরিকাকে আবার মহান করার’ অঙ্গীকার নিয়ে ক্ষমতায় ফিরে আসার পর থেকেই বাণিজ্য ঘাটতি কমাতে বিশ্বের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপে জোর দিচ্ছেন ট্রাম্প। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তিতে প্রতিযোগিতা সংক্রান্ত আইন ভঙ্গের অভিযোগে গুগলের উপর প্রায় ২৯ হাজার কোটি টাকার জরিমানা ঘোষণা করে। এর পরপরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট করে ট্রাম্প অভিযোগ করেন, “এটি আমেরিকান কোম্পানি ও বিনিয়োগের বিরুদ্ধে বৈষম্যমূলক সিদ্ধান্ত। এর আগেও ইউরোপ গুগল ও অন্যান্য মার্কিন প্রযুক্তি সংস্থার উপর বড় অঙ্কের জরিমানা চাপিয়েছে। এটি মার্কিন করদাতাদের সঙ্গে সরাসরি অবিচার।”
অভিযোগ, অনলাইন বিজ্ঞাপন প্রদর্শনের সময় গুগল নিজেদের পণ্যকে অগ্রাধিকার দিয়ে প্রতিযোগীদের পিছিয়ে দিচ্ছিল এবং বাজারে প্রভাব খাটাচ্ছিল। ইউরোপীয় কমিশনের মতে, এই বাজার-আধিপত্যের অপব্যবহারই কঠোর জরিমানার কারণ।
#WATCH | Washington DC | On trade deals with India and other countries, US President Donald Trump says, "They are going great... We are upset with the European Union because of what is happening with not just Google, but all of our big companies..."
— ANI (@ANI) September 5, 2025
Source: White House/YouTube pic.twitter.com/8f3lxcBuCt
গুগলের পর এবার অ্যাপল প্রসঙ্গও তোলেন ট্রাম্প। তিনি জানান, ওই সংস্থার উপর আরোপিত ১৭ বিলিয়ন ডলারের জরিমানা সম্পূর্ণ অযৌক্তিক এবং তা ফেরত দেওয়া উচিত। সতর্ক করে ট্রাম্প বলেন, ইউরোপ যদি এই ধরণের পদক্ষেপ বন্ধ না করে, তবে তাঁর প্রশাসন মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় কঠোর ব্যবস্থা নেবে এবং এসব জরিমানা চ্যালেঞ্জ করা হবে।
অন্যদিকে, ইইউ-র রায়কে ‘ভুল’ আখ্যা দিয়েছে গুগল। সংস্থার গ্লোবাল রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান লি-অ্যান মুলহল্যান্ড বিবিসিকে বলেন, “এই জরিমানা অযৌক্তিক। প্রস্তাবিত পরিবর্তনগুলো কার্যকর হলে ইউরোপের হাজার হাজার ব্যবসা আরও ক্ষতিগ্রস্ত হবে।” তিনি নিশ্চিত করেন, গুগল এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।