Trump On India Russia oil deal: 'আমি শুনেছি ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না...'! কীসের ভিত্তিতে এই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট?

Trump On India Russia oil deal: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন যে তিনি শুনেছেন ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

Trump On India Russia oil deal: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন যে তিনি শুনেছেন ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

author-image
IE Bangla Web Desk
New Update
"Iran, israel, iran-israel row, us, donald trump, World News, Israel, Iran news, iran israel news, us attacks iran, trump announces us strike on iran, us strikes iran nuclear site, iran israel war latest, iran israel war live updates, iran israel war live, Iran Israel war 2025, iran israel conflict, Iran Israel war live, Iran Israel attacks,Trump Iran strike decision, iran israel missile, middle east news"

'আমি শুনেছি ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না...'

Trump On India Russia oil deal:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন যে তিনি শুনেছেন ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। ট্রাম্প বলেন, “আমি শুনেছি ভারত তেল কেনা বন্ধ করবে। এটা সত্য কিনা জানি না, তবে এটা ভালো পদক্ষেপ।”এই বক্তব্যের ভিত্তি নিয়ে উঠছে প্রশ্ন, কারণ এ ধরনের কোনও সরকারিভাবে নিশ্চিত তথ্য প্রকাশ করেনি ভারত।

Advertisment

ট্রাম্প কেন এমন বলছেন?

ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। রাশিয়া ও চিনের সাথে ভারতের বাণিজ্য নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, রাশিয়া থেকে তেল কেনা মানেই ইউক্রেন যুদ্ধের জন্য পুতিনকে অর্থ সাহায্য করা।

Advertisment

ভারতের প্রতিক্রিয়া কী?

বিদেশ মন্ত্রক জানিয়েছে, “আমরা আমাদের জ্বালানি নিরাপত্তার প্রয়োজনীয়তা বিবেচনা করেই সিদ্ধান্ত নিই এবং বাজার পরিস্থিতি অনুসরণ করি।”

ভারত-রাশিয়া সম্পর্কের বাস্তবতা

ভারত বহুদিন ধরেই রাশিয়ার সাথে প্রতিরক্ষা এবং জ্বালানি ক্ষেত্রে অংশীদার। এই সম্পর্ক সোভিয়েত যুগ থেকেই চলে আসছে। ট্রাম্প যদিও বলছেন, “তাতে আমার কিছু যায় আসে না,” তবু স্পষ্ট তিনি চাইছেন না ভারত রাশিয়ার সাথে বাণিজ্য করুক।

শুল্কে বৈষম্য! পাকিস্তান ও বাংলাদেশের তুলনায় ভারতের উপর দ্বিগুণ চাপ

ট্রাম্প প্রশাসন যেখানে পাকিস্তানের উপর ১৯% এবং বাংলাদেশের উপর ২০% শুল্ক আরোপ করেছে, সেখানে ভারতের উপর শুল্ক ২৫%। প্রশ্ন উঠছে, কেন ভারতের ওপর এই বাড়তি চাপ?

বাণিজ্যচুক্তি ও ট্রাম্পের শর্ত

ট্রাম্প ভারতের সাথে নিজের শর্তে বাণিজ্য চুক্তি করতে চাচ্ছেন। সম্প্রতি তিনি ইউরোপীয় ইউনিয়ন ও পাকিস্তানের সাথে চুক্তি করেছেন, কিন্তু ভারতের উপর চাপ সৃষ্টি করেই চুক্তির পথে যেতে চাইছেন তিনি।

যুদ্ধবিরতিতে 'অপ্রয়োজনীয় কৃতিত্ব'

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প অতিরিক্ত কৃতিত্ব দাবি করলেও, ভারতীয় সেনা সাফ জানিয়েছে পাকিস্তানের ডিজিএমও-এর অনুরোধে, কোনও আন্তর্জাতিক হস্তক্ষেপ ছাড়াই সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান।

ট্রাম্পের ‘মৃত অর্থনীতি’র মন্তব্যে জবাব মোদীর, 'আগুনে হুঙ্কারে' মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি নিশানা

Donald Trump