Trump Putin Meet: ট্রাম্প-পুতিন বৈঠকে ভারতের প্রথম প্রতিক্রিয়া,কী জানালো বিদেশ মন্ত্রক?

Trump Putin Meet: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শীর্ষ সম্মেলনকে ভারত স্বাগত জানায়।

Trump Putin Meet: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শীর্ষ সম্মেলনকে ভারত স্বাগত জানায়।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

ট্রাম্প-পুতিন বৈঠকে ভারতের প্রথম প্রতিক্রিয়া,কী জানালো বিদেশ মন্ত্রক?

Trump Putin Meet: শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ সম্মেলনকে স্বাগত জানিয়েছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রক এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, বিশ্ব যত দ্রুত সম্ভব যুদ্ধের অবসান চায় এবং শান্তির পথে এই ধরনের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisment

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শীর্ষ সম্মেলনকে ভারত স্বাগত জানায়। শান্তির প্রতি তাদের নেতৃত্ব প্রশংসনীয়। কেবল সংলাপ ও কূটনীতির মাধ্যমেই অগ্রগতির পথ খুঁজে পাওয়া সম্ভব।”

প্রায় তিন ঘণ্টা দীর্ঘ বৈঠকের পর ট্রাম্প ও পুতিন একটি যৌথ সংবাদ সম্মেলন করেন। তবে কোনও চুক্তি নিয়ে কোন ঘোষণা করা হয়নি এবং দুই নেতা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি। আলোচনাকে কার্যকর বলে আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, “আমাদের বৈঠক খুবই ফলপ্রসূ ছিল। আমরা বহু বিষয়ে একমত হয়েছি। যদিও কিছু বড় চুক্তিতে এখনও পৌঁছানো যায়নি, তবুও শান্তির দিকে এগোনোর ভালো সম্ভাবনা তৈরি হয়েছে।”

Advertisment

প্রসঙ্গত, রাশিয়া থেকে তেল আমদানির জন্য সম্প্রতি ভারতকে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্কের আওতায় এনেছে আমেরিকা। বৈঠকের আগে ট্রাম্প মন্তব্য করেছিলেন যে, ভারতের ওপর বাড়তি শুল্ক আরোপের কারণে রাশিয়া একটি গুরুত্বপূর্ণ তেল ক্রেতা হারিয়েছে। এই প্রেক্ষাপটেও ট্রাম্প-পুতিন বৈঠক আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পেয়েছে।

আরও পড়ুন- নির্যাতিতার পরিবারের পাশে রাষ্ট্রপতি মুর্মু! বিরাট আশ্বাসে জোরালো হল ন্যায় বিচার ছিনিয়ে আনার লড়াই

Donald Trump Vladimir Putin