/indian-express-bangla/media/media_files/2025/05/26/wTh0Uq8BCQilsoytjfK5.jpg)
প্রতীকী ছবি
Road Accident: রাজ্যে দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। মৃতদের মধ্যে একজন মহিলা, অপরজন পুরুষ। জানা গিয়েছে, শুক্রবার রাতে নন্দকুমার থানার অন্তর্গত কুমোরআড়া গ্রামের এক বিবাহিতা মহিলার মর্মান্তিক মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মহিলার নাম চন্দনা প্রামাণিক, বয়স ৩৭ বছর। স্বামীর নাম শংকর প্রসাদ প্রামাণিক। তমলুকের এক হোটেলে রান্নার কাজ করতেন তিনি। প্রতিদিন রাতে স্বামীর সঙ্গেই সাইকেলে বাড়ি ফিরতেন ওই মহিলা। গতকাল কাজ থাকায় স্বামী আনতে যেতে পারেন নি। রাতে বাড়ি ফিরে স্বামী শংকর প্রামাণিক স্ত্রীকে বাড়িতে দেখতে না পেয়ে তার খোঁজে বেরিয়ে পড়েন।
বাড়ির কিছুটা দূরে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় স্ত্রী'কে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশায় পরিবার। পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে। এদিকে মহিলার মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নন্দকুমার থানার অফিসার ইনচার্জ অমিত দেব জানান, "আমরা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছি। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারন জানা যাবে"।
অন্যদিকে কাঁথি মজনা রাস্তায় বাইক-অটোর সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহীর। শনিবার দুপুরে ঘটনাটিতে ঘটে কাঁথি মাজনা রাস্তায় দিল্লি পাবলিক স্কুলের সামনে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিগত কয়েক মাসে এই একই এলাকায় একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের দাবি।প্রশাসনের পক্ষ থেকে রাস্তায় কিছুটা দূরত্ব অন্তর স্পীড বেকার বসালেও দুর্ঘটনা এড়ানো যায়নি। আজ বাইক ও অটো সংঘর্ষে বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যুকে ঘিরে বিক্ষোভ ছড়ায়। পরে কাঁথি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ মৃতের পরিচয় জানার চেষ্টা করছে। পাশাপাশি কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন- 'স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে প্রধানমন্ত্রীর টেবিলে রাখা উচিত', মহুয়ার মন্তব্যে তোলপাড়