/indian-express-bangla/media/media_files/JUZDv6UbLvoZhFbrO8jE.jpg)
প্রতীকী ছবি
Birbhum News: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নারকীয় হত্যাকাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। আদিবাসী মহিলাকে ডাইনি অপবাদে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বীরভূমে। নৃশংসই হত্যাকাণ্ড ঘিরে শোরগোল পড়ে গিয়েছে ময়ূরেশ্বরে। তদন্তে নেমে পুলিশ এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে।
ভাইরাল অডিও-কাণ্ডে গ্রেফতার CPIM যুবনেতা কলতান দাশগুপ্ত
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নারকীয় হত্যাকাণ্ড নিয়ে ফুঁসছে গোটা বাংলা। ভিনরাজ্য এমনকী বাইরের দেশ থেকেও তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন নিয়ে নিন্দার ঝড় উঠেছে। ঠিক এই পরিস্থিতির মধ্যেই এবার বীরভূমের ময়ূরেশ্বরে রোমহর্ষক হত্যাকাণ্ড। ডাইনি অপবাদ দিয়ে এলাকার দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ। অভিযোগ গতকাল রাতে বাড়ি থেকে দুজনকে ডেকে নিয়ে গিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখে চলে বেধড়ক মারধর। তারপর দুজনকে গ্রামের কাছে একটি নালার মধ্যে ভাসিয়ে দেওয়া হয়।
মোদীর নির্বাচনী সফরের আগে অশান্ত উপত্যকা, চলল তুমুল গুলির লড়াই, মৃত্যু ৩ জঙ্গির
খবর পেয়ে মইরা সরে হরি সরা গ্রামের সেই আদিবাসী পাড়ায় গিয়ে হাজির হয় পুলিশ। দুই আদিবাসী মহিলার মৃতদের উদ্ধার করেছে পুলিশ। দুটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে নারকীয় এই হত্যাকাণ্ডের তদন্ত নেমে পুলিশ এখনও পর্যন্ত ছয় জনকে গ্রেফতার করেছে। হত্যাকাণ্ডে আরও কারাও যোগ রয়েছে কিনা সে ব্যাপারে তথ্য নেওয়ার চেষ্টা পুলিশের।