Advertisment

Baramulla Encounter : মোদীর নির্বাচনী সফরের আগে অশান্ত উপত্যকা, চলল তুমুল গুলির লড়াই, মৃত্যু ৩ জঙ্গির

Baramulla Encounter : সামনেই জম্মু-কাশ্মীর নির্বাচন। তার আগেই ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলায় কেঁপে উঠল উপত্যকা। নির্বাচন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদীর প্রচারের মাত্র কয়েক ঘণ্টা আগে, বারামুল্লায় সেনা-জঙ্গির তুমুল গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ৩ জঙ্গির।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
jammu-kashmir

মোদীর সফরের আগেই গুলির লড়াইয়ে কেঁপে উঠল উপত্যকা

Baramulla Encounter : সামনেই জম্মু-কাশ্মীর নির্বাচন। তার আগেই ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলায় কেঁপে উঠল উপত্যকা। নির্বাচন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদীর প্রচারের মাত্র কয়েক ঘণ্টা আগে, বারামুল্লায় সেনা-জঙ্গির তুমুল গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ৩ জঙ্গির। বাকী জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান এখনও চলছে বলেই সেনা সূত্রে জানা গিয়েছে।

Advertisment

ভাইরাল অডিও-কাণ্ডে গ্রেফতার CPIM যুবনেতা কলতান দাশগুপ্ত

শনিবার জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রী মোদী জনসভা। তার আগে, দুটি স্থানে নিরাপত্তা বাহিনী-জঙ্গিদের মধ্যে এনকাউন্টার। বারামুল্লায় মৃত্যু হয়েছে তিন জঙ্গির। গতকাল কিশতওয়ারে দুই সেনা শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। উভয় স্থানে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার নাগাদ বারামুল্লায় জঙ্গিদের লুকিয়ে থাকা খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে যৌথবাহিনী। তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা। এরপরই এর পালটা জবাব দেয় সেনা। শুরু হয় এনকাউন্টার। গভীর রাতে অভিযান বন্ধ করে দেওয়া হয়। সকালে নিরাপত্তা বাহিনী গুলি করে তিন জঙ্গিকে হত্যা করেছে। যদিও তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

দাপুটে তৃণমূল নেতার অসুস্থ কুকুরের চিকিৎসা সরকারি হাসপাতালে? শুভেন্দুর দাবিতে শোরগোল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডোডা থেকে আসন্ন জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী প্রচার শুরু করার কয়েক ঘন্টা আগে উপত্যকায় জঙ্গি হামলার ঘটনা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।  ১৮ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট।

বাংলার জন্য দারুণ উপহার, পুজোর আগেই লঞ্চ BSNL-র ধামাকা রিচার্জ প্ল্যান

অপর একটি ঘটনায় শুক্রবার বিকেল সাড়ে ৩টার নাগাদ কিশতওয়ারের চাতরু এলাকায় এনকাউন্টার শুরু হয়। জইশ-ই-মহম্মদের ৩ জন জঙ্গির উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্য পায় সেনাবাহিনী। তল্লাশি অভিযানের সময় এনকাউন্টার শুরু হয়। এতে শহিদ ২ দুই সেনা।  সেনাদের নাম নায়েব সুবেদার বিপিন কুমার এবং কনস্টেবল অরবিন্দ সিং।

'আপনার হস্তক্ষেপ অন্ধকারে আলোর পথ দেখাবে', রাষ্ট্রপতিকে চিঠি জুনিয়র ডাক্তারদের

 

jammu and kashmir modi Lashkar Terrorist
Advertisment