Advertisment

'বাংলায় চাকরির বড্ড আকাল?' খোদ মন্ত্রীমশাইয়ের স্বীকারোক্তিতে অস্বস্তিতে সরকার

এবার চাকরি ইস্যুতে সরকারের অস্বস্তি বাড়ালেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ।

author-image
IE Bangla Web Desk
New Update
udayan guha believes that there is a shortage of jobs in the state

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।

এবার চাকরি ইস্যুতে সরকারের অস্বস্তি বাড়ালেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। রাজ্যের বিভিন্ন প্রান্তের মতোই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বেকার তরুণ-তরুণীদেরও সঙ্গে চাকরির নামে প্রতারণার অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী যা বললেন তা এখন জোর চর্চায়।

Advertisment

ঠিক কী বলেছেন উদয়ন গুহ?

"এখন চাকরির একটা সংকট রয়েছে। অনেকেই প্রলোভনে পড়ে যান। তবে আমরা সরকারের তরফে সচেতনতা বাড়ানোর চেষ্টা করে চলেছি। বিভিন্ন সভা-সামেবেশেও আমরা প্রলোভনে পা না বাড়াতে বলে থাকি। তবে যাঁরা টাকা দিয়েছেন তাঁরা বোকামি করেছেন।"

আরও পড়ুন- ‘বাদাম বেচতে হবে’, দলেরই প্রবীণ নেতা সৌগতকে যা নয় তাই বললেন মদন…কেন?

উল্লেখ্য, এরাজ্যে সরকারি চাকরি কার্যত বিক্রি হয়েছে বলে অভিযোগ উঠেছিল। অযোগ্য প্রার্থীদের শুধুমাত্র মোটা টাকার বিনিময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে মুড়ি-মুড়কির মতো সরকারি চাকরি হয়েছে বলেও অভিযোগ মিলেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্থার তদন্তে এমন বহু তথ্য সামনে এসেছে। চাকরি দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শিক্ষা দফতরের তাবড় কর্তারা জেলে রয়েছেন।

সম্প্রতি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি-সহ একাধিক জায়গায় একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে বেকার তরুণ-তরুণীদের কাছ থেকে মোটা টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে থানায় পর্যন্ত অভিযোগ দায়ের হয়েছে। কম্পিউটার শিখিয়ে চাকরির প্রতিশ্রুতি দিত সংস্থাটি। সেই লোভেই বহু বেকার তরুণ-তরুণী ওই সংস্থাকে টাকা দেয় বলে অভিযোগ। সেই ইস্যুতে এবার মুখ খুলেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।

tmc West Bengal Udayan Guha job West Bengal Government Recruitment
Advertisment