Advertisment

Kolkata Metro: কল্পনাই করতে পারবেন না! যাত্রী-স্বার্থে অভাবনীয় উদ্যোগ কলকাতা মেট্রোর, দুরন্ত প্রশংসা

Metro Railway Kolkata: যাত্রীদের স্বার্থে এর আগেও একাধিক দুরন্ত উদ্যোগ নিতে দেখা গিয়েছে কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষকে। এবার আরও এক অভাবনীয় উদ্যোগ মেট্রোরেলের। কলকাতা মেট্রোয় এমন নতুন এক অভিজ্ঞতার স্বাদ মিলতে শুরু করেছে দিন কয়েক আগে থেকেই। যাত্রীরাও মেট্রোরেল কর্তৃপক্ষের এমন অভূতপূর্ব প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন।

IE Bangla Web Desk এবং Joyprakash Das
New Update
more than 5.18 lakh android and 8200 ios users downloades metro ride kolkata app

Kolkata Metro: কলকাতা মেট্রো।

Kolkata Metro: গ্রিন লাইন-১-এর পর, এবার গ্রিন লাইন-২-এর চারটি স্টেশনে অর্থাৎ হাওড়া ময়দান থেকে নিউ এসপ্ল্যানেড স্টেশনে UPI পেমেন্ট ভিত্তিক টিকিট সিস্টেম চালু করা হয়েছে। গত ২১ মে, ২০২৪ থেকে গ্রিন লাইন-২-এর এই প্রসারিত অংশে এই সুবিধা পাচ্ছেন মেট্রোরেলের যাত্রীরা।

Advertisment

হাওড়া ময়দান থেকে নিউ এসপ্ল্যানেড পর্যন্ত গ্রিন লাইন ২-এর সমস্ত স্টেশনের সমস্ত টিকিট বুকিং কাউন্টারগুলিতে এখন UPI পেমেন্ট ভিত্তিক টিকিট সিস্টেম চালু করা হয়েছে। UPI পেমেন্ট ভিত্তিক টিকিট সিস্টেম এখন গ্রিন লাইন-১ এবং ২-এ সম্পূর্ণরূপে চালু হয়ে গিয়েছে। এই তৎপরতার জেরে যাত্রীদের এই টিকিট কাউন্টারগুলিতে কারেন্সি নোট এবং কয়েনে সঠিক ভাড়া টেন্ডার করতে হবে না।

গ্রিন লাইন-২-এর হাওড়া ময়দান এবং হাওড়া স্টেশনেও স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিনে (ASCRM) UPI পেমেন্ট ভিত্তিক টিকিট সিস্টেম চালু করা হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS)-এর সহায়তায় মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ এই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) ভিত্তিক টিকিট সিস্টেম চালু করেছে।

আরও পড়ুন- Bangladesh MP Murder: চামড়া ছাড়িয়ে হাড়-মাংস কাটা হয়, বাংলাদেশের সাংসদ খুনে রোমহর্ষক তথ্য পেল CID

এর আগে গত ২০ মে মেট্রোর ব্লু লাইনের পার্ক স্ট্রিট স্টেশনে স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিনে (ASCRM) UPI পেমেন্ট ভিত্তিক টিকিট সিস্টেম চালু করা হয়েছে।

আরও পড়ুন- Ceiling Fan Speed: লাট্টুর মতো ঘুরবে ফ্যান, ঘরে ঝড় বয়ে যাবে, শুধু এই কাজটি করুন ঝটপট

তবে UPI পেমেন্ট ভিত্তিক টিকিটের সুবিধাটি পেতে যাত্রীদের তাঁদের গন্তব্য স্টেশনের নাম বলতে হবে এবং টিকিট কাউন্টারে ডুয়াল ডিসপ্লে বোর্ডে প্রদর্শিত QR কোডটি স্ক্যান করতে হবে। তাঁদের স্মার্টফোনের সাহায্যে টিকিটের টাকা মেটাতে হবে। পেমেন্ট পাওয়ার পর, QR কোড ভিত্তিক কাগজের টিকিট তৈরি হবে এবং যাত্রীরা সেই টিকিট দিয়ে ভ্রমণ করতে পারবেন। এই সিস্টেমের সাহায্যে যাত্রীরা তাঁদের স্মার্ট কার্ডও রিচার্জ করতে পারবেন।

শীঘ্রই যাত্রীদের সুবিধার্থে ব্লু লাইন, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনেও এই সুবিধা মিলবে। এই করিডোরে এই সুবিধা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের এই নতুন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা।

kolkata news kolkata metro Metro metro rail
Advertisment