/indian-express-bangla/media/media_files/2025/06/20/mamata-suvendu-2025-06-20-09-05-04.jpg)
News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ। GTA সূত্রে খবর, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০। আগামীকালই মুখ্যসচিব ও মুখ্যমন্ত্রী যাচ্ছেন উত্তরবঙ্গে। কথা বলবেন শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। পাশাপাশি আগামীকাল রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যেরও উত্তরবঙ্গ সফরের কথা। এদিকে কিছু সময় আগে রবিবার শুরু হয়েছে রেড রোডের কার্নিভাল। তা নিয়েই মুখ্যমন্ত্রীকে বেনজির নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
এক্স হ্যান্ডেলে এক পোস্টে শুভেন্দু লিখেছেন, "উত্তরবঙ্গ কাল যাবো, আজ কার্নিভাল" !!! কার্নিভাল নাকি বাংলার ঐতিহ্য ! তা দশমীর চার দিন পর সরকারি অনুদান আর প্রশাসনিক চোখ রাঙানির জেরে প্রতিমা নিরঞ্জন আটকে রেখে, মিছিল করিয়ে ঘাটে যাওয়া কবে থেকে বাংলার ঐতিহ্য হয়ে গেলো? আর মুখ্যমন্ত্রী চটজলদি উত্তরবঙ্গ যেতে আগ্রহী নন কেন, সেখানে ডিভিসি নামক বলির পাঁঠা নেই দোষারোপ করার জন্যে? নাকি ওখানে গিয়েও চিন, ভূটান, নেপালের "বহিরাগত জল" এর তত্ত্ব দেবেন?
ওনার একটাই উদ্দেশ্য কি করে অন্যের ঘাড়ে দোষ চাপানো যায়, কখনো ডিভিসি, কখনো সিইএসসি, কখনো উত্তর প্রদেশ-বিহার..."।
তিনি আরও লিখেছেন, "এই মুখ্যমন্ত্রী কোন বিষয়কে অগ্রাধিকার দেওয়া উচিত তা বোঝেন না, কলকাতা ভেসে যাওয়া ও কিছু নিরীহ মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার পরেও উনি পুজো উদ্বোধন নিয়ে ব্যস্ত ছিলেন, এখন কার্নিভাল নিয়ে ব্যস্ত। এক বছর আগের কথা মনে পড়ে যায়, যখন বলেছিলেন "উৎসবে ফিরুন" ! তবেই তো লোকে আনন্দে মেতে থাকবে, ন্যায্য প্রশ্ন করবে না"।
"উত্তরবঙ্গ কাল যাবো, আজ কার্নিভাল" !!!
— Suvendu Adhikari (@SuvenduWB) October 5, 2025
কার্নিভাল নাকি বাংলার ঐতিহ্য ! তা দশমীর চার দিন পর সরকারি অনুদান আর প্রশাসনিক চোখ রাঙানির জেরে প্রতিমা নিরঞ্জন আটকে রেখে, মিছিল করিয়ে ঘাটে যাওয়া কবে থেকে বাংলার ঐতিহ্য হয়ে গেলো?
আর মুখ্যমন্ত্রী চটজলদি উত্তরবঙ্গ যেতে আগ্রহী নন কেন,… pic.twitter.com/mD0TeqWIaz
শুভেন্দুর সুরেই মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি আজকের সাংবাদিক সম্মেলনে বলেন, "আজকের দিনটা খুব একটা সুখের দিন না, মুখ্যমন্ত্রীর উচিত ছিল আজই উত্তরবঙ্গে পৌঁছে যাওয়া। আজকে শোকের আবহে দুর্গাপুজো কার্নিভালের প্রয়োজন ছিল না। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে নাড়ির যোগ রয়েছে সেটা বোঝাতে আজকে উত্তরবঙ্গে যাওয়াটা ওনার জরুরি ছিল"।
শনিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বালাসন, তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডাক, সংকোশ সহ সমস্ত নদীতে বেড়েছে জলস্তর। মিরিক, দুধিয়া, সুখিয়াপোখরি, নাগরাকাটা, বানারহাট, রামসাই এলাকা বর্ষণে ক্ষতির মুখে পড়েছে। পাহাড়ের বিভিন্ন জায়গায় নেমেছে ধস। দুধিয়ায় লোহার সেতু ভেঙে দার্জিলিং, মিরিক সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে, কোচবিহার, দিনহাটার বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে পড়ছে।
টানা বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে আলিপুরদুয়ারও। বক্সা টাইগার রিজার্ভের সমস্ত সাফারি বাতিল করা হয়েছে। শালকুমারহাটের শিসামারা নদীর বাঁধ ভেঙে হুহু করে জল ঢুকছে নেপালিবস্তি, নতুনপাড়া, জলদাপাড়া বাজারে। প্রায় এক হাজার মানুষ জলবন্দি। কামাখ্যাগুড়িতে একাধিক বাড়ি জলমগ্ন। দুর্যোগের জেরে বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। উদ্ধার অভিযানে NDRF-এর পাশাপাশি নামানো হয়েছে সেনাবাহিনীকেও।
আবহাওয়া দফতরের বুলেটিন অনুসারে, আগামী ৬ অক্টোবর পর্যন্ত রাজ্যের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ৫ অক্টোবর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হওয়ার আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মতো জেলায় রবিবার সকাল পর্যন্ত অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর (IMD) জানিয়েছে, নিম্নচাপের কারণে সোমবার সকাল পর্যন্ত বাংলার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আনার সম্ভাবনা রয়েছে। IMD এর বিশেষ বুলেটিনে আরও বলা হয়েছে, আলিপুরদুয়ারসহ উত্তরবঙ্গের অন্যান্য জেলায় সোমবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে।
আরও পড়ুন- মেগা কার্নিভালে শহরবাসীর মন জিতে নিল কলকাতা মেট্রো, বিশেষ পরিষেবায় আপ্লুত যাত্রীরা