Uttarkashi cloudburst 2025: উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরালি গ্রামে মেঘ ভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে এবং ১৩০ জনের বেশি মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা স্থানীয়দের। এই ঘটনার পরই কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এক্স- এ শোকপ্রকাশ করে লেখেন,“উত্তরকাশী, হিমাচল এবং ওয়ানাড়ে একের পর এক এই ধরণের মর্মান্তিক বিপর্যয় ঘটছে। আমাদের এখনই একটি বিস্তৃত, দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা তৈরি করতে হবে যাতে এ ধরনের দুর্যোগের পুনরাবৃত্তি ঠেকানো যায়।”
মঙ্গলবার দুপুরে উত্তরকাশীর ধরালি গ্রামে মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানে বহু ঘর, বাড়ি, হোটেল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। জেলা শাসক প্রশান্ত আর্য জানিয়েছেন,“ঘটনাটি দুপুর প্রায় ১:৪৫-এ ঘটে। ধরালির অর্ধেক অংশ কাদামাটি ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছে। তিন-চার তলা বাড়ি পর্যন্ত ধসে পড়েছে।”
উদ্ধার কাজ ব্যাহত, নিখোঁজ ৫০-এর বেশি?
সরকারি ভাবে নিখোঁজের সংখ্যা প্রকাশ করা না হলেও স্থানীয়দের মতে অন্তত ৫০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (SDRF), ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP), সেনাবাহিনী ও অন্যান্য সংস্থাগুলি দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজে নামলেও অবিরাম বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে অনেক এলাকায় পৌঁছানো সম্ভব হয়নি। এই দুর্যোগে বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে গঙ্গোত্রী, মানা, মুরাডি ও দয়ারা বুগিয়াল এলাকাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ি অঞ্চলে আকস্মিক বর্ষণের ফলে হড়পা বান একটি সাধারণ দুর্যোগ হলেও সাম্প্রতিক বছরগুলিতে এই ধরনের দুর্যোগের সংখ্যা বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত নির্মাণকাজ এর পিছনে বড় কারণ।