Mohali Oxygen Cylinder Blast: ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত্যুমিছিল, কেঁপে উঠল গোটা এলাকা। ছিন্নভিন্ন ২ শ্রমিকের দেহ। আহত কমপক্ষে আরও চার জন। অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে শোকের ছায়া গোটা এলাকায়।
পাঞ্জাবের মোহালির ফেজ-৯ ইন্ডাস্ট্রিয়াল জোনে অবস্থিত একটি অক্সিজেন প্ল্যান্টে বুধবার দুপুরে ঘটে গেল এক ভয়াবহ বিস্ফোরণ। এই দুর্ঘটনায় দেবেন্দ্র এবং আসিফ নামে দুই শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারান, এবং আরও চারজন গুরুতর আহত হন, যাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কীভাবে ঘটল বিস্ফোরণ?
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অক্সিজেন সিলিন্ডার ভর্তি করার সময় অতিরিক্ত চাপে সিলিন্ডার ফেটে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে প্ল্যান্টের দেওয়াল, ছাদ ভেঙে পড়ে এবং আশপাশের বাড়ির কাচ পর্যন্ত চূর্ণবিচূর্ণ হয়ে যায়।বিস্ফোরণের তীব্রতা বহু দূর পর্যন্ত শোনা গিয়েছে বলেই দাবি স্থানীয়দের।
এদিকে ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল বিভাগ ও জেলা প্রশাসনের উদ্ধারকারী দল। দ্রুত শুরু হয় উদ্ধার অভিযান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পাশাপাশি এই বিস্ফোরণের জেরে মৃত ২ শ্রমিকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন
ঘটনার পর ক্ষুব্ধ জনতা কারখানার বাইরে বিক্ষোভ শুরু করে। পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটে।স্থানীয়দের অভিযোগ,“কারখানায় দীর্ঘদিন ধরেই নিরাপত্তা বিধি মানা হচ্ছিল না। আগেও আমরা দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছিলাম।”পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। মোহালি পুলিশ জানিয়েছে, এই বিস্ফোরণের পেছনে কারখানা কর্তৃপক্ষের অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।