TMC: 'শুভেন্দুর সঙ্গে যোগ, দলে সর্বনাশ ডাকছে', দাপুটে TMC বিধায়ককে তুলোধনা দলেরই তাবড় নেতার

V Shivadasan-Narendra Nath Chakrabarti: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই জেলায় তৃমমূলের গোষ্ঠী কোন্দল ব্যাপকভাবে প্রকাশ্যে এসে গিয়েছে।

V Shivadasan-Narendra Nath Chakrabarti: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই জেলায় তৃমমূলের গোষ্ঠী কোন্দল ব্যাপকভাবে প্রকাশ্যে এসে গিয়েছে।

author-image
Anirban Karmakar
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

প্রতীকী ছবি।

ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। তৃণমূলের দাপুটে বিধায়কের বিরুদ্ধে ফেসবুক লাইভে সোচ্চার দলেরই রাজ্য সাধারণ সম্পাদক। পশ্চিম বর্ধমানের রাজনীতিতে এখন তোলপাড়। পশ্চিম বর্ধমান তৃণমূলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ফেসবুক লাইভে সরাসরি চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক ভি শিবদাশন। 

Advertisment

পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী BJP-এর সঙ্গে 'সমঝোতা' করে চলছেন বলে অভিযোগ করেছেন ভি শিবদাসন। শুভেন্দু অধিকারীর সঙ্গে হাতে মিলিয়ে তিনি কাজ করছেন বলে অভিযোগ শিবদাসনের। ফেসবুক লাইভে তৃণমূল নেতা ভি শিবদাসন বলেন, "দলের সর্বনাশ ডেকে আনছেন তিনি (নরেন্দ্রনাথ চক্রবর্তী)। ২০২৬ সালের ভোটে বিজেপির টিকিট পেতে তলে তলে যোগাযোগ করেছেন।"

ভি শিবদাসন দলের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে অহঙ্কারী-স্বার্থপর বলে তোপ দেগেছেন। তাঁর জেলা সভাপতি হওয়ার যোগ্যতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তিনি আরও বলেছেন, "আসানসোল লোকসভা উপনির্বাচনে নরেন্দ্রনাথ চক্রবর্তীর কেন্দ্র পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ১ লক্ষ ভোটে লিড পেয়েছিলেন। তার দু'বছর পর লোকসভা নির্বাচনে মাত্র ৪০ হাজার ভোটে লিড দেয়। লিডের ৬০ হাজার ভোট কেন কমে গেল?"

Advertisment

আরও পড়ুন- Kolkata News Live Updates:ওয়াকফ আইন নিয়ে অশান্তির স্রোত, মুর্শিদাবাদে বাবা-ছেলে খুনে বড়সড় গ্রেফতারি

তৃণমূলের প্রবীণ নেতা ভি শিবদাশন কংগ্রেস থেকে তৃণমূলে এসেছিলেন। তৃণমলের রাজ্য সাধারণ সম্পাদক পদের দায়িত্ব সামলানোর পাশাপাশি জেলা পরিষদের মেন্টর পদেও রয়েছেন তিনি। স্বাভাবিকভাবে জেলায় দলের তাবড় নেতা বলে পরিচিত ভি শিবদাসনের তাঁর দলেরই বিধায়কের বিরুদ্ধে এমন অভিযোগ ঘিরে চর্চা বেড়েছে। প্রকাশ্যে চলে এসেছে শাসকদলের গোষ্ঠীকোন্দলও। আসানসোলের BJP নেতা জিতেন্দ্রনাথ তিওয়ারি বলেন, "বিজেপির সিদ্ধান্ত হল, নরেনের মতো অত্যাচারী ও দুর্নীতিগ্রস্তকে দলে নেওয়া হবে না।" যদিও তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী নিজে।

আরও পড়ুন- Ahmedabad Air India: ফের সেই আহমেদাবাদ, AIR India-র বিমানই যাচ্ছিল লন্ডনের দিকে, তার আগেই বিরাট বিপত্তি!

tmc West Burdwan Bengali News Today