রাজ্যে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপিকে দায়ী করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিশ্ব হিন্দু পরিষদের পাল্টা দাবি, রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের উসকানি ও পুলিশ-প্রশাসনের নীরব ভূমিকার জন্যই রামনবমী শোভাযাত্রা ও পরের দিন অশান্তি অব্যাহত ছিল। এই ঘটনায় ডালখোলায় একজনের মৃত্যু ও বহু বিশ্ব হিন্দু পরিষদ সদস্য জখম হয়েছেন বলে দাবি করেছেন ভিএইচপির নেতৃত্ব। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভিএইচপি।
বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গের মিডিয়া ইনচার্জ সৌরীশ মুখোপাধ্যায় বলেন, 'রাজ্যের প্রশাসনিক প্রধান যে ভাবে কথা বলেছেন তাতে উৎসাহ পেয়েছে হামলাকারীরা। শোযাযাত্রার ওপর বেপরোয়া ভাবে পাথর ছোঁড়া হয়েছে। ছাদে পাথর মজুত ছিল।' পুলিশ কি কিছুই জানত না? গোয়োন্দারা কি করছিল?', প্রশ্ন তুলেছে বঙ্গ ভিএইচপি। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে এই হিন্দুত্ববাদী সংগঠন।
গত বছর বিজেপির নবান্ন অভিযানের মোকাবিলা করতে উত্তরবঙ্গ থেকে ফোর্স নিয়ে আসা হয়েছিল। জোরদার নিরাপত্তা ব্যবস্থা ছিল হাওড়াতে। সৌরীশ বলেন, 'যে রুটে শোভাযাত্রা হওয়ার কথা ছিল সেই রুটেই হয়েছে। তার কোনও পরিবর্তন হয়নি। বৃহস্পতিবার এই ঘটনা ঘটতে দেওয়া হয়েছে। পরের দিনও কেন ঘটনা ঘটাতে দিল? প্রশাসন নিশ্চিত ছিল। পুলিশ,প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি কেন? সিসি টিভিতে দেখে নিক কারা এই কান্ড ঘটিয়েছে। আমরা চ্যালেঞ্জ করছি।' ভিএইচপি জানিয়েছে, তাঁরা বিষয়টা নিয়ে আলোচনা করছে। হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি নিতে পারে তাঁরা।
আরও পড়ুন- ‘জয় মা কালী। বুদ্ধি দে মা’, টুইট মহুয়ার, কীসের বার্তা?
এদিকে উত্তর দিনাজপুরের ডালখোলাতেও রামনবমীকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি হয়। পাথর নিক্ষেপের অভিযোগ উঠেছে ডালখোলাতেও। ভিএইচপির উত্তরবঙ্গের সাংগঠনিক সম্পাদক অনুপ কুমার মন্ডলের বক্তব্য, 'ডালখোলার অশান্তির ঘটনায় বিনোদ কোঠারী নামে একজনের মৃত্যু হয়েছে। অনেকে জখম হয়েছে। প্রতিবছর যে রুটে যাওয়ার কথা ছিল সেই রুটে শোভাযাত্রা গেলে ছাদ থেকে পাথর ছোড়া হয়। মিছিল পুলিশ আটকায়। আমাদের ৩০ জনকে গ্রেফতার করেছে। প্রশাসন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কাজ করেছে। ঘটনায় রাজনৈতিক মদতও আছে।' অনুপের দাবি, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতিতে উসকানি ছিল।' এই ঘটনার প্রতিবাদে ভিএইচপি রাস্তায় নামবে বলেও জানিয়েছেন তিনি।