Jagdeep Dhankar: তারাপীঠ মন্দিরে পুজো সস্ত্রীক জগদীপ ধনকড়ের, মা তারার কাছে কী প্রার্থনা উপ-রাষ্ট্রপতির?

Tarapith temple-Jagdeep Dhankar: ফের রাজ্যে জগদীপ ধনকড়। তবে এবার এলেন দেশের উপ-রাষ্ট্রপতি হিসেবে। তারাপীঠ মন্দিরে পুজো দিয়েছেন ধনকড়।

author-image
Ashis Kumar Mondal
New Update
Vice President Jagdeep Dhankar offered puja at Tarapith temple: তারাপীঠ মন্দিরে পুজো দিলেন সস্ত্রীক উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়।

Jagdeep Dhankar: তারাপীঠ মন্দিরে পুজো দিচ্ছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়।

Vice President Jagdeep Dhankar offered puja at Tarapith temple: ফের রাজ্যে জগদীপ ধনকড়। তবে এবার এলেন দেশের উপ-রাষ্ট্রপতি হিসেবে। শুক্রবার বীরভূমের তারাপীঠের মন্দিরে সস্ত্রীক পুজো দিয়েছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়। দেশের মঙ্গল কামনায় মা তারার কাছে প্রার্থনা জানিয়েছেন উপ-রাষ্ট্রপতি।

Advertisment

সস্ত্রীক মা তারার পুজো দিলেন দেশের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়। দেশের মঙ্গল কামনা করে মা তারার কাছে প্রার্থনা করলেন তিনি। শুক্রবার বেলা ১০.১৫ মিনিটে তারাপীঠ মন্দিরে পৌঁছোন উপ-রাষ্ট্রপতি। তারপর মন্দিরের গর্ভগৃহে প্রায় ১৫ মিনিট ধরে পুজো-অর্চনা করেন তিনি। এদিকে, তারাপীঠ মন্দিরে উপ-রাষ্ট্রপতির এই সফরের জেরে ব্যাপক কড়াকড়ি ছিল। গোটা মন্দির চত্বর পুলিশে-পুলিশে ছয়লাপ ছিল। 

এদিন তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের উপ-রাষ্ট্রপতি বলেন, "মা তারার কাছে দেশের মঙ্গল কামনা করছি। মা তারার দর্শনে আমরা দু'জনেই এক আলাদা অনুভূতি পেয়েছি।" এদিন দিল্লি থেকে বিমানে প্রথমে পানাগড় পৌঁছোন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তারপর সেখান থেকে বায়ুসেনার চপারে চড়ে সকাল ৯:৩৫ মিনিটে বীরভূম-ঝাড়খণ্ড সীমানার বায়ুসেনার সুঁড়িচুয়া এয়ারবেসে নামেন ধনকড়। 

Advertisment

আরও পড়ুন- RG Kar: আরজি কর কাণ্ডের নেপথ্যে আরও 'বিরাট ষড়যন্ত্র'? স্ট্যাটাস রিপোর্ট জমা CBI-এর

সেখান থেকে সকাল ১০:১৫ মিনিটে সড়কপথে উপ-রাষ্ট্রপতি পৌঁছোন তারাপীঠ মন্দিরে। সেখানে পুজো দেওয়ার পর সকাল ১০:৩৫ নাগাদ তারাপীঠ থেকে বেরিয়ে বেলা ১১:২০ মিনিটে ফের বায়ুসেনার চপারে চড়ে পানাগড়ের উদ্দেশে রওনা দেন তিনি।

আরও পড়ুন- West Bengal News Live:মমতার মন্তব্যের তীব্র সমালোচনা, নির্বাচন কমিশনে কড়া চিঠি বিরোধী দলনেতার

Birbhum Jagdeep Dhankar Tarapith Bengali News Today Tarapith Temple news in west bengal news of west bengal