Sonarpur College: কলেজে বসে সিগারেটে 'সুখটান' তৃণমূলের 'তাজা নেতা'র, মাথা টিপছেন ছাত্রী, ভিডিও ভাইরাল

Sonarpur College: ফের প্রকাশ্যে আর এক তৃণমূল নেতার 'কীর্তি'। কলেজ ক্যাম্পাসে বসে বিধায়ক লাভলি মৈত্রের ঘনিষ্ঠ তৃণমূল নেতার 'কীর্তি' ঘিরে এখন রীতিমতো বিতর্ক ছড়িয়েছে।

Sonarpur College: ফের প্রকাশ্যে আর এক তৃণমূল নেতার 'কীর্তি'। কলেজ ক্যাম্পাসে বসে বিধায়ক লাভলি মৈত্রের ঘনিষ্ঠ তৃণমূল নেতার 'কীর্তি' ঘিরে এখন রীতিমতো বিতর্ক ছড়িয়েছে।

author-image
Mina Mondal
New Update
Sonarpur College student leader headscarf adjustment  ,TMC student wing viral video Sonarpur  ,college student head tie gesture video,  student politics Sonarpur video controversy  ,Trinamool campus behavior Sonarpur,সোনারপুর কলেজ ছাত্রনেতা মাথার টিপে দিচ্ছেন,  তৃণমূল ছাত্রনেতা ভাইরাল ভিডিও  ,কলেজ ছাত্র-পাত্রীর আচরণ বিতর্ক  ,সোনারপুর ছাত্র রাজনীতি ভিডিও  ,মাথা ঢেকে দেওয়ার ভিডিও সোনারপুর,Manojit Mishra,মনোজিৎ মিশ্র

Sonarpur College: বাঁদিকের ছবিটি ভাইরাল হওয়া ভিডিও থেকে নেওয়া।

কসবার সাউথ ক্যালক্যাটা ল' কলেজের মনোজিৎ মিশ্রের 'কীর্তি' প্রকাশ্যে আসার পর থেকে রাজ্যের দিকে দিকে কলেজ ক্যাম্পাসে তৃণমূলের ছাত্র-নেতাদের একাংশের নানা কাহিনী সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে ঘুরছে। এবার তেমনই এক 'তাজা নেতা'র হদিশ দক্ষিণ ২৪ পরগণায়। সোনারপুর কলেজের এই ঘটনা এখন রীতিমতো চর্চায়। এখানেও 'দাদার কীর্তি' প্রকাশ্যে এসেছে। সেই 'দাদা' আবার সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে।

Advertisment

সোনারপুর মহাবিদ্যালয়ে ‘দাদার কীর্তি’ ঘিরে বিতর্ক চরমে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেই ভিডিও-য় দেখা যাচ্ছে, কলেজ চত্বরে এক ছাত্রী মাথা টিপে দিচ্ছেন বছর ৪৪-র ছাত্রনেতা প্রতীক কুমার দে'র। আরাম কেদারায় বসে সিগারেটে সুখটান দিচ্ছেন ডাকাবুকো সেই তৃণমূল নেতা। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তবে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই তুমুল বিতর্ক ছড়িয়েছে। 

প্রতীক দে নামে ওই যুবকের পরিচয় রীতিমতো চমকপ্রদ। তিনি সোনারপুর মহাবিদ্যালয়ের ছাত্র পরিষদের কো-অর্ডিনেটর। তাঁকে এই পদে নিযুক্ত করেছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র। এরই পাশাপাশি, প্রতীক রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদেও রয়েছেন।

Advertisment

আরও পড়ুন- West Bengal News live updates: 'আদি-নব্যদের নিয়েই চলতে হবে', বার্তা দিলীপের, বিকেলেই শমীকের সঙ্গে সাক্ষাৎ

প্রশ্ন উঠছে, বারুইপুর কলেজের প্রাক্তন ছাত্র হয়ে কীভাবে প্রতীক সোনারপুর কলেজে এতখানি প্রভাব খাটান? বিরোধীদের দাবি, এই প্রভাব লাভলি মৈত্রের ‘আশীর্বাদে’ই। একসময় সোনারপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার সোনারপুর থানায় প্রতীকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন। সেই কাউন্সিলর বলেছেন, “আমি আগেই অভিযোগ জানিয়েছিলাম। আজকের ঘটনা ফের প্রমাণ করল আমি ঠিক বলেছিলাম। এটি অত্যন্ত লজ্জার। দলীয় নেতৃত্বকে সব জানানো হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।”

আরও পড়ুন- Jyoti Basu: জন্মদিনে ফিরে দেখা প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বর্ণময় রাজনৈতিক জীবন...

tmc viral college