WB Weather Update: উত্তরবঙ্গের জেলাগুলিতে আবারও প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। একদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার তুমুল বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে এখনও বর্ষার ভয়াল রূপের দেখা মেলেনি। বরং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরমই বাড়ছে। বাধা-বিপত্তি কাটিয়ে দক্ষিণবঙ্গে কবে থেকে ফের এক দফায় নামতে পারে তেড়ে বৃষ্টি? এসব নিয়ে রইলো আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
উত্তরবঙ্গের আবহাওয়া খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির (Heavy Rainfall) সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পঙের পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দুই দিনাজপুর এবং মালদা জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কয়েকটি জায়গায়, এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। একটানা এই পর্বে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া খবর
বর্ষা উত্তরবঙ্গ দিয়েই এরাজ্যে ঢুকেছে। তারপর থেকে উত্তরবঙ্গেই বেশ কিছুদিন থমকে ছিল মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গে মৌসুমী ঢুকলেও এখনও বর্ষার রুদ্র মেজাজ দেখেনি দক্ষিণবঙ্গের জেলাগুলি। মাঝেমধ্যে দুই একটি জায়গায় কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টি চললেও, সেই বৃষ্টি অস্বস্তিকার ভ্যাপসা গরমের পরিস্থিতি কাটাতে পারেনি। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আপাতত আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। বরং এই কয়েকদিনে গরম আরও বাড়বে।
আরও পড়ুন- Dragon Fruit- Mid Day Meal: মিড-ডে মিলে ড্রাগন ফল! পড়ুয়াদের পুষ্টির প্রতি নজরদারিতে প্রত্যন্ত গ্রামের স্কুলের নজির সৃষ্টি
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতায় এখনই বৃষ্টির সম্ভাবনা বেশ কম। শহর কলকাতাতেও ভ্যাপসা গরমে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠছে।
আরও পড়ুন- West Bengal By-elections: কমিশন-ফোর্সের উপরেও ভরসা নেই বিজেপির! ভবিষ্যতে কাদের দায়িত্বে ভোট?