Advertisment

Durga Puja 2024: ১১০ ফুটের সুবিশাল দুর্গা! কলকাতার নাকের ডগায় পুজোয় এবার বিরাট চমক, শিল্পকর্ম তাক লাগাবে

Durga Puja 2024: শারদোৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। মহলয়ার রাত থেকেই কলকাতার একাধিক পুজো মন্ডপে কার্যত জনজোয়ারের ছবি চোখে পড়েছে।

author-image
Sayan Sarkar
আপডেট করা হয়েছে
New Update
biggest durga

১১০ ফুটের সুবিশাল দুর্গা!

Durga Puja 2024: শারদোৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। মহলয়ার রাত থেকেই কলকাতার একাধিক পুজো মন্ডপে কার্যত জনজোয়ারের ছবি চোখে পড়েছে। উৎসবপ্রিয় বাঙালি মহালয়ার দিন থেকেই শারদোৎসবের আনন্দকে যেন চেটেপুটে উপভোগ করতে কোন খামতি রাখতে চাইছেন না। থিমের পুজোয় কলকাতার একাধিক পুজো মন্ডপকে এবার অনায়াসেই টেক্কা দিতে তৈরি জেলার পুজো। তার মধ্যেই অন্যতম সোদপুরের শহীদ কলোনি সর্বজনীন দুর্গাপুজো। এবার তাদের থিম চমকে দেবে তামাম বাংলা তথা বিশ্বকে।

Advertisment

স্বপ্ন ভেঙে চুরমার, বোধনের আগেই 'বিসর্জন' বিশ্বের সর্ববৃহৎ দুর্গার

১১১ ফুটের দুর্গা প্রতিমা গড়ে বিশ্বকে চমকে দিতে তৈরি ছিল রানাঘাট। কিন্তু শেষ মুহূর্তে অনুমতি না মেলায় জল গড়ায় হাই কোর্টে। কিন্তু মামলা লড়ার মত আর্থিক সামর্থ্য না থাকার কারণে মহালয়ার সকালেই পুজো বন্ধের কথা ঘোষণা করেন উদ্যোক্তারা। তবে এবারের পুজোয় ১১০ ফুটের সুবিশাল দুর্গা প্রতিমার আদলে মন্ডপ গড়ে দর্শনার্থীদের চমক দিতে তৈরি সোদপুর শহীদ কলোনি সর্বজনীন দুর্গাপুজো কমিটি।

পুজো শুরু পুরোদমে! মহালয়ার রাতেই শ্রীভূমির পুজোয় উপচে পড়া ভিড়

পানিহাটি ধানকল বাসস্ট্যান্ড লাগোয়া এই পুজো এবার ৭৫ বছরে পা দিল। হীরক জয়ন্তীতে পুজোয় নতুন কিছু চমক দিতে পরিকল্পনা তৈরির কাজ শুরু হয় গত বছর থেকেই। প্রায় তিনমাস আগে থেকে শুরু হয় মন্ডপ সজ্জার কাজ। মূলত ফাইবার দিয়েই তৈরি করা হয়েছে ১১০ ফুটের সুবিশাল দুর্গাপ্রতিমার আদলে এই মন্ডপ। যা বহু দূর থেকে দর্শনার্থীরা অনায়াসেই দেখতে পাবেন। মন্ডপের ভিতরেও রয়েছে অপূর্ব শিল্পকর্ম। আলোকসজ্জাতেও রয়েছে বিরাট চমক। শিল্পী চিরঞ্জিত দাসের তত্ত্বাবধানে চলছে একেবারে শেষ মুহূর্তের কাজ।

নজরকাড়া থিমে কলকাতাকে টেক্কা! লাখো দর্শনার্থীর প্রশংসা কুড়াতে তৈরি কল্যাণী আইটিআই মোড়ের পুজো

পুজো উদ্যোক্তারা তরফে জানানো হয়েছে, "হীরক জয়ন্তী বর্ষে সকলকে চমকে দেওয়ার মত এক থিম ভাবনা নিয়ে গত বছর থেকেই ভাবনা চিন্তা শুরু হয়। বিশ্বের সর্ববৃহৎ দুর্গাপ্রতিমার আদলে এই মন্ডপ সজ্জা দর্শনার্থীদের মুগ্ধ করবেই। সেই সঙ্গে মন্ডপের ভিতর নিপুণ শিল্পকর্ম ও আলোকসজ্জা মন ভরাতে বাধ্য। পুজো মণ্ডপটি দেবী দুর্গার আদলে তৈরি করা হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। মণ্ডপের ভিতরে থাকছে আরও একটি ছোট দুর্গা। যেটি ঘুরবে। সঙ্গে থাকবে আলোর ঝলকানি। আশা করি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীরা এমন অভিনব থিম ভাবনা এর আগে দেখেন নি"।

কবে, কোথায় পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী? উৎসবের আমেজেও প্রতিবাদমুখর কলকাতা

Durga Puja
Advertisment