সাধারণ মানুষের কথা ভেবে বিশেষ জল পরিষেবা ‘ওয়াটার এটিএম’ খোলা হয়েছিল দুর্গাপুরে । এলাকার বাসিন্দারা আশা করেছিলেন, যে এবার হয়তো জলকষ্ট দূর হবে। কিন্তু, সেই আশায় জল ঢেলে দিয়ে চালুই হয়নি এই জল পরিষেবা। যার জেরে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। দুর্গাপুরের ১৬টি জায়গায় করা হয়েছিল এই জলের পরিষেবা কেন্দ্রগুলো। কিন্তু এক বারের জন্যও চালু করা হয়নি। এই পরিষেবা কেন্দ্র গুলির পাশে আগাছায় ভরে গিয়েছে।
আরও পড়ুন: ডায়রিয়া আতঙ্ক দুর্গাপুরে, মৃত দুই, কেন ছড়াচ্ছে মহামারী?
ওয়াটার এটিএম কী?
দোকানে লিটার পিছু জল কিনতে গেলে লাগে ২০টাকা। আর এই ওয়াটার এটিএমগুলো থেকে জল নিলে লিটার পিছু লাগত দুই টাকা। দুর্গাপুর পুরসভা থেকে করা হয়েছিল এই জল পরিষেবা কেন্দ্রগুলি। যার মধ্যে গুরুত্বপূর্ণ হল দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে ও বীরভানপুর মহাশ্মশানের সামনে, যেখানে প্রতিদিন বহু মানুষের আনাগোনা। এছাড়াও দুর্গাপুরের বিভিন্ন এলাকায় রয়েছে এই বন্ধ ওয়াটার এটিএম।
আরও পড়ুন: বিষাক্ত আগাছায় ঢেকেছে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকা, নির্লিপ্ত পুরসভা
দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদ পবিত্র চট্টোপাধ্যায় জানান ‘‘দুর্গাপুরে ১৬টি ওয়াটার এটিএম এর কাজ সম্পন্ন হয়ে আছে। কিন্তু বিদ্যুৎ সংযোগ না দেওয়ার জন্য এগুলিকে চালু করা যাচ্ছে না’’। তিনি আরও বলেন, ‘‘এটা আমার একার দফতরের কাজ নয়। এখন বাকি কাজটা বিদ্যুৎ দফতরের। তারা যত তাড়াতাড়ি এই কাজ করে দেবে তবেই সাধারণ মানুষের জন্য এই পরিষেবা খুলে দেওয়া যাবে’’। তবে জানা গিয়েছে, আর কিছুদিনের মধ্যে সম্যসা মিটলেই শুরু করা হবে এই জল পরিষেবা কেন্দ্রগুলো।