WB DGP Visits Malda: বাবলা এবং আতাউল হক খুনের তদন্তের তদারকি করতে মালদায় রাজীব কুমার, একাধিক বৈঠক ডিজিপি-র

WB DGP Raveev Kumar: এদিন পুলিশি বৈঠকের পর মালদার ইংরেজবাজার ব্লকের মহদিপুর এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সেখানে আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতির তদারকি করেন রাজীব কুমার।

WB DGP Raveev Kumar: এদিন পুলিশি বৈঠকের পর মালদার ইংরেজবাজার ব্লকের মহদিপুর এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সেখানে আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতির তদারকি করেন রাজীব কুমার।

author-image
Madhumita Dey
New Update
WB DGP Rajeev Kumar: পুলিশ সুপারের অফিসে উত্তরবঙ্গের আইজি, ডিআইজি সহ জেলা পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজীব কুমার

WB DGP Rajeev Kumar: পুলিশ সুপারের অফিসে উত্তরবঙ্গের আইজি, ডিআইজি সহ জেলা পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজীব কুমার

WB DGP Rajeev Kumar Visits Malda: মালদায় তৃণমূল নেতা বাবলা সরকার এবং কালিয়াচকের তৃণমূল কর্মী আতাউল হক খুনের ঘটনায় তদারকি করে গেলেন রাজ্য পুলিশের ডিজি (মহা নির্দেশক) রাজীব কুমার। শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ রায়গঞ্জ থেকে সড়ক পথেই মালদায় আসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এরপর সরাসরি পুলিশ সুপারের অফিসে উত্তরবঙ্গের আইজি, ডিআইজি সহ জেলা পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজীব কুমার। এদিন দুপুর দেড়টা নাগাদ পুলিশ সুপারের অফিসে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করেন মালদা তৃণমূলের জেলা সহ-সভাপতি নিহত বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকার।

Advertisment

এদিন দুপুরে পুলিশ সুপারের অফিস থেকে বেরিয়ে রাজীব কুমার সাংবাদিকদের সামনে বলেন, 'জেলা পুলিশ এই কেসগুলি ভালভাবে দেখছে। তদন্ত সঠিক দিকে যাচ্ছে। বাকি সমস্ত বিষয়ে কথা বলবেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।' এর বেশি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আর কোনও কিছু সাংবাদিকদের সামনে বলেননি। 

এদিকে এদিন পুলিশি বৈঠকের পর মালদার ইংরেজবাজার ব্লকের মহদিপুর এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সেখানে আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতির তদারকি করেন রাজীব কুমার। তিনি মহদিপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। সুষ্ঠুভাবে রপ্তানি বাড়ানোর নির্দেশ দেন রাজীব কুমার। পাশাপাশি মহিপুরের বিএসএফের পদস্থ কর্তাদের সঙ্গেও বিশেষ আলোচনা করেন রাজ্য পুলিশের ডিজি।

মালদা মহাদিপুরের এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ বলেন, 'এই এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি পরিদর্শন করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি আমাদের সাথে কথা বলেছেন। রফতানি বাণিজ্যে বিশেষ করে জোর দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।'

Advertisment

আরও পড়ুন ২ দিন পরও অধরা তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত, জাকির শেখকে খুঁজতে ড্রোন ওড়াল পুলিশ

এদিকে, এদিন দুপুর দেড়টা থেকে কুড়ি মিনিট পুলিশ সুপারের অফিসে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে একান্তে আলোচনা করেছেন নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকার। যদিও পুলিশ সুপারের অফিস থেকে বেড়ানোর পর সাংবাদিকদের সামনে কোনওরকম কথা বলেন নি চৈতালিদেবী। 

উল্লেখ্য, গত ২ জানুয়ারি ইংরেজবাজার শহরের মহানন্দাপল্লি এলাকায় দুষ্কৃতীদের গুলিতে নৃশংসভাবে খুন হন তৃণমূলের জেলার সহ সভাপতি বাবলা সরকার। পাশাপাশি গত মঙ্গলবার কালিয়াচকের নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের মোমিনপাড়া নয়াবস্তি এলাকায় খুন হন আতাউল হক নামে তৃণমূল কর্মী । আক্রান্ত হন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলের নির্বাচিত সদস্য এসারুদ্দিন শেখ এবং তৃণমূলের স্থানীয় অঞ্চল কমিটির সভাপতি বকুল শেখ। তাঁদের এখনও চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজে। এই দুটি ঘটনায় মূলত পুলিশের সঠিক তদন্তের কথাই এদিন জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। 

পাশাপাশি এদিন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূলের সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরির সঙ্গেও মালদার নিউ সার্কিট হাউসে একান্তে আলোচনা করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি জানিয়েছেন, 'ইংরেজবাজার শহরের পার্কিং রাস্তাঘাট সিসি ক্যামেরার মনিটরিং এসব কিছু নিয়েই এদিন রাজ্য পুলিশের ডিজি আমার সঙ্গে আলোচনা করেছেন। নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের বিষয়ে কোনওরকম আলোচনা হয়নি।'

এদিন বিকেলে বন্ধে ভারত এক্সপ্রেস ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। 

West Bengal west bengal latest news Malda West Bengal Police Rajeev Kumar West Bengal News