Advertisment

বাংলায় বাড়ল লকডাউন, চলবে ১৯ জুলাই পর্যন্ত

করোনা পরিস্থিতিতে বাংলায় লকডাউনের মেয়াদ ফের বাড়ানো হল।

author-image
IE Bangla Web Desk
New Update
lockdown, coronavirus, লকডাউন, করোনাভাইরাস

ফাইল ছবি।

বাংলায় লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে রাজ্যের কনটেনমেন্ট জোনে লকডাউনের মেয়াদ আবারও বাড়ানো হল। আগামী ১৫ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত বাংলার কনটেনমেন্ট জোনগুলিতে পূর্ণ লকডাউন জারি থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র দফতর।

Advertisment

উল্লেখ্য়, এর আগে, গত বৃহস্পতিবার থেকে ৭ দিনের জন্য় কনটেনমেন্ট জোনগুলিতে কড়া লকডাউন ঘোষণা করেছিল রাজ্য সরকার।

জানা যাচ্ছে, কলকাতা, জলপাইগুড়ি, মালদা, কোচবিহার, রায়গঞ্জ, শিলিগুড়ি এলাকায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েকদিনে এক ধাক্কায় ব্য়াপক হারে বেড়েছে বাংলায় করোনা সংক্রমণ। গত কয়েকদিনে রাজ্য়ে দৈনিক করোনা আক্রান্তের সংখ্য়া হাজার পেরিয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে কনটেনমেন্ট জোনভুক্ত এলাকায় লকডাউনের মেয়াদ বাড়ানো হল। গত সপ্তাহে কনটেনমেন্ট জোনে ফের লকডাউন ঘোষণা করার সময় মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, ''পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে''।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ইস্যু সঠিকভাবে সামলায়নি: বম্বে হাইকোর্ট

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯০ জন। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৮৩৮। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্যা ১১ হাজার ৯২৭। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ২৪ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৯৮০। অন্যদিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ৭১৮ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১৯ হাজার ৯৩১ জন। রাজ্যে সুস্থতার হার ৬০.৬৯ শতাংশ।

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ হাজার ১১৩। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (২৭৮০), হাওড়া (১২৫৭), দক্ষিণ ২৪ পরগনা (১০৯৩), হুগলি (৪৪৮)।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment