/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/dhankhar.jpg)
রাজ্যপাল জগদীপ ধনকড়
রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রত্যেকের সুখ ও সমৃদ্ধি কামনায় রাজ্যপাল। আগামী বছর যেন হয় করোনা মুক্ত, নতুন বছর সবার জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে, এমনই আশাপ্রকাশ করে টুইট রাজ্যপাল জগদীপ ধনকড়ের।
বছরের শেষ দিনে ফের টুইট রাজ্যপালের। নতুন বছর শুরুর ঠিক আগে রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জগদীপ ধনকড়ের। টুইটে এদিন রাজ্যপাল লিখেছেন, ''রাজ্যবাসী সুস্থ থাকুন। সবাইকে নতুন বছর ২০২২-এর শুভেচ্ছা জানাই। নববর্ষ সবার জন্য শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি ও সুখ নিয়ে আসুক। করোনা মুক্ত হোক ২০২২। কাছের এবং প্রিয়জনদের ভালবাসা আশীর্বাদ হয়ে নেমে আসুক।''
WB Guv Shri Jagdeep Dhankhar wishes people of the State very healthy and happy New Year 2022.
May the New Year be the harbinger of greater peace, harmony, prosperity and happiness for all.
May all have a fabulous Corona free 2022 and be blessed with love of near and dear ones.— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 31, 2021
রাত পোহালেই নতুন বছর ২০২২-এর শুরু। তবে ভালো নেই বাংলা। বছর শেষের কয়েক মুহূর্ত আগেও চোখ রাঙাচ্ছে করোনা। ব্যাপকভাবে ছড়াতে শুরু করেছে সংক্রমণ। গতকাল রাজ্যে সংক্রমিতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে।
আরও পড়ুন- বছরের শেষ দিনে দিঘায় উপচে পড়া ভিড় পর্যটকদের
গতকাল পর্যন্ত রাজ্যে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল ৮৭৭৬। দীর্ঘ দিন ৮ হাজারের নীচে ছিল রাজ্যের সক্রিয় সংক্রমণ। কিন্তু একদিনে একধাক্কায় ১০০০ বেড়েছে বাংলার অ্যাক্টিভ কেস। কেন্দ্রীয় সরকারও বাংলার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।