CV Ananda Bose: ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত সপ্তমে! এবার রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে রাজ্য সরকার ও রাজভবনের সংঘাত আরও তীব্র আকার নিল। শনিবার রাজভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতা ‘রাজ্যপাল (চ্যান্সেলর) না রাজ্য সরকারের’—এই প্রশ্নের মীমাংসা করতে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন।
রাজ্যপাল বলেন—“এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে বিশ্ববিদ্যালয়ের শেষ কথা বলবে—চ্যান্সেলর (রাজ্যপাল) নাকি রাজ্য সরকার? এই প্রশ্নে আমি দেশের সর্বোচ্চ আদালতের দিকনির্দেশ চাইব।”শনিবার রাজভবনে রাজ্য সরকারের অধীন বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিলেন রাজ্যপাল। যদিও ৯ জন উপাচার্য বৈঠকে উপস্থিত ছিলেন, অধিকাংশ উপাচার্যই সেই বৈঠকে হাজির ছিলেন না।
রাজভবন সূত্রের দাবি, বেশ কয়েকজন অনুপস্থিত উপাচার্য জানিয়েছেন, রাজ্য উচ্চশিক্ষা দফতরের তরফ থেকে তাঁদের বৈঠকে যোগ দিতে নিষেধ করা হয়েছে। আবার কেউ কেউ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘেরাও বা হুমকির মুখোমুখি হয়েছেন বলেও জানিয়েছেন। অনেকে রাজ্যপালের কাছে আলাদা সময় চেয়ে সাক্ষাৎ করতে চেয়েছেন।
রাজভবন সূত্রে খবর, উপাচার্যদের এই অনুপস্থিতিকে ‘সহজভাবে’ দেখা হচ্ছে না। বোস জানান, “এই প্রশাসনিক গোলযোগ দূর করার জন্য একটি স্পষ্ট অবস্থান প্রয়োজন। তাই আইনি পথেই আমি এর সমাধান চাই।”