Advertisment

Dooars: উত্তরবঙ্গে যাচ্ছেন? নামমাত্র খরচেই ঘুরে দেখুন ডুয়ার্স, অভূতপূর্ব বন্দোবস্তের ফাটাফাটি প্রশংসা!

Dooars-North Bengal: ভ্রমণপ্রিয় বাঙালির অন্যতম পছন্দের জায়গা উত্তরবঙ্গ। এবার ডুয়ার্স ঘোরানোর জন্য অল্প টাকায় দারুণ একটি প্যাকেজ ট্যুর চালু করেছে পর্যটন দফতর।

author-image
Nilotpal Sil
আপডেট করা হয়েছে
New Update
Dooars,Dooars Tour,Dooars Trip,North Bengal, North Bengal Trip,ডুয়ার্স,উত্তরবঙ্গ

ঘুরে দেখুন অপরূপ ডুয়ার্স।

Dooars Trip: পর্যটনের মরশুম পুরোদমে শুরু হয়ে গিয়েছে। ভ্রমণপ্রিয় বাঙালি পর্যটকদের জন্য এবার উত্তরবঙ্গে ফের এক নতুন ফাটাফাটি বন্দোবস্ত চালু হয়ে গিয়েছে। এবার ডুয়ার্স ঘোরাতে দারুণ এক বন্দোবস্ত করেছে পর্যটন দফতর। দিন কয়েক আগেই এই পরিষেবার সূচনা হয়েছে। ইতিমধ্যেই সেই পরিষেবা দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে। অপূর্ব এই বন্দোবস্ত চালুর জন্য পর্যটন দফতরকে সাধুবাদ জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। 

Advertisment

ঘুরে দেখুন ডুয়ার্স (Dooars)। ডুয়ার্স ঘোরানোর জন্য ফাটাফাটি বন্দোবস্ত করেছে পর্যটন দফতর। এবার পাহাড়, জঙ্গল, চা বাগান ঘুরে দেখুন দারুণ আরামে। নাগালেই এই প্যাকেজ ট্যুরের ভাড়া। খরচ ১০০০ টাকারও কম। এককথায় এলাহি বন্দোবস্ত এবং জমাটি খাওয়া-দাওয়ার সঙ্গে সারুন একদিনের ডুয়ার্স ট্যুর। 

দিন কয়েক আগে থেকেই ভ্রমণপ্রিয় পর্যটকদের জন্য দারুণ এই পরিষেবা চালু করে দিয়েছে পর্যটন দফতর। বাসে মাদারিহাট থেকে ভুটানের ফুন্টশোলিং হয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিমা ভিউ পয়েন্ট। সেখান থেকে রাজাভাতখাওয়া মিউজিয়াম, জয়ন্তী রিভার ভিউ হয়ে মাঝেরডাবরি চা বাগান-সহ কয়েকটি এলাকা ঘুরে আবারও মাদারিহাটে ফিরতে হবে।

একদিনের এই প্যাকেজ ট্যুরের ভাড়া কত?  

পর্যটকদের মাথাপিছু ১০০০ টাকারও কম খরচ পড়বে একদিনের এই প্যাকেজ টুরে। দুপুরের খাওয়া দাওয়ার জন্য এলাহি সব আয়োজন থাকবে। উৎসবের মরশুমে এই প্যাকেজ ট্যুর চালু হয় দারুণ আনন্দে পর্যটকরা। সেই সঙ্গে খুশি এলাকার পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত থাকা ব্যবসায়ীরাও। তাঁদের আশা, পর্যটকদের জন্য এমন দারুণ বন্দোবস্তে ডুয়ার্স বেড়ানোর ক্ষেত্রে উৎসাহ আরও বাড়বে। সার্বিকভাবে যা এলাকার পর্যটন শিল্পের বিকাশে দারুণ সহায়ক ভূমিকা নেবে।

আরও পড়ুন- Durga Puja 2024: দুর্গামণ্ডপেই 'ছাতনাতলা', মা দুর্গাকে সাক্ষী রেখে মালাবদল! 'সেরার সেরা' চমক এই পুজোয়

আরও পড়ুন-Durga Puja 2024: পুজোর উদ্বোধনে বেনজির উদ্যোগ! অজ-গাঁয়ের এই দুর্গাপুজো সূচনার গল্পটা অবাক করবেই

আরও পড়ুন- Durgapuja 2024: ব্রাহ্মণ ছাড়াই মহাসমারোহে পালিত হয় দুর্গাপুজো, আজব রীতিতে চর্চায় বাংলার এই আদিবাসী গ্রাম

north bengal north bengal tourism north bengal forest Dooars
Advertisment