আজ ফের একবার ডিএ আন্দোলনকারীদের কড়া জবাব মমতার। মুখ্যমন্ত্রী কথায়, 'রাজ্য সরকার ১০৬ শতাংশ ডিএ দিয়েছে। আর কত চায়? যাঁরা আন্দোলনে বসেছেন তাঁদের বেশিরভাগেরই চিরকুটে চাকরি। সব ফাইল খুঁজে বের করতে বলেছি। জনগণের টাকা নিয়ে পেনডাউন হচ্ছে?'
এরই পাশাপাশি এদিন আরও একবার তৃণমূলনেত্রীর রোষের মুখে কেন্দ্রের শাসকদল বিজেপি। তৃণমূলনেত্রী বলেন, 'বিজেপি চাইছে সব রাজনৈতিক দলকে দেশ থেকে বের করে দিতে। বিজেপির বিরুদ্ধে কথা বললেই জেলে পাঠাচ্ছে। আমি বিজেপিকে কেয়ার করি না।' এদিন আরও একবার সিপিআইএম ও বিজেপির মধ্যে আঁতাত তত্ত্ব খাঁড়া করেছেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, 'রাম-বাম এক হয়েছে। কখনও বলছে ২ হাজার ছাঁটাই। কখনও বলছে ৫ হাজার বাতিল।'
এদিকে, বৃহস্পতিবার ফের একবার ডিএ আন্দোলনকারীদের সমালোচনা করায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। সংবাদমাধ্যমে তিনি বলেন, 'আগে চুরি হয়েছে, এখন ডাকাতি হয়েছে। ডাকাত এখন চোর ধরছে। এতে দুর্নীতির দায় থেকে মাফ হয় না।'