scorecardresearch

‘১০৬ শতাংশ ডিএ দিয়েছি, আর কত চায়?’, মুখ্যমন্ত্রীর রোষের মুখে আন্দোলনকারীরা

আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষের মুখে ডিএ আন্দোলনকারীরা।

wb govt gave 106 percent da how much more they want says mamata
রেড রোডের ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষের মুখে ডিএ আন্দোলনকারীরা। ‘১০৬ শতাংশ ডিএ দিয়েছি, আর কত চায়?’, ডিএ আন্দোলনকারীদের অবস্থান মঞ্চের ঢিল ছোঁড়া দূরত্বের ধর্নামঞ্চ থেকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এদিন ফের একবার মুখ্যমন্ত্রীর তীক্ষ্ণ আক্রমণের মুখে পড়তে হল ডিএ আন্দোলনকারীদেরও।

গণতন্ত্রের কণ্ঠরোধ ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বুধবার বেলা ১২টা থেকে রেড রোডে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নার প্রথম দিনেও মমতার রোষের মুখে পড়তে হয়েছিল ডিএ-র দাবিতে একটানা শহিদ মিনারের পাদদেশে অবস্থানকারী রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশকে। তৃণমূল সুপ্রিমো তেড়েফুঁড়ে আক্রমণ শানিয়েছিলেন যৌথ সংগ্রামী মঞ্চের আন্দোলনকারীদের। এমনকী ডিএ চেয়ে টানা আন্দোলনে বসে থাকা সরকারি কর্মীদের ‘চোর-ডাকাত’ পর্যন্ত বলেছিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- বকেয়া ডিএ-এর দাবিতে মিছিল, অবরুদ্ধ ধর্মতলা

আজ ফের একবার ডিএ আন্দোলনকারীদের কড়া জবাব মমতার। মুখ্যমন্ত্রী কথায়, ‘রাজ্য সরকার ১০৬ শতাংশ ডিএ দিয়েছে। আর কত চায়? যাঁরা আন্দোলনে বসেছেন তাঁদের বেশিরভাগেরই চিরকুটে চাকরি। সব ফাইল খুঁজে বের করতে বলেছি। জনগণের টাকা নিয়ে পেনডাউন হচ্ছে?’

এরই পাশাপাশি এদিন আরও একবার তৃণমূলনেত্রীর রোষের মুখে কেন্দ্রের শাসকদল বিজেপি। তৃণমূলনেত্রী বলেন, ‘বিজেপি চাইছে সব রাজনৈতিক দলকে দেশ থেকে বের করে দিতে। বিজেপির বিরুদ্ধে কথা বললেই জেলে পাঠাচ্ছে। আমি বিজেপিকে কেয়ার করি না।’ এদিন আরও একবার সিপিআইএম ও বিজেপির মধ্যে আঁতাত তত্ত্ব খাঁড়া করেছেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, ‘রাম-বাম এক হয়েছে। কখনও বলছে ২ হাজার ছাঁটাই। কখনও বলছে ৫ হাজার বাতিল।’

আরও পড়ুন- মমতার হিন্দি ‘জ্ঞান’ সম্পর্কে নজিরবিহীন কটাক্ষ, শুভেন্দুর টিপ্পনি-টুইট জোর চর্চায়!

এদিকে, বৃহস্পতিবার ফের একবার ডিএ আন্দোলনকারীদের সমালোচনা করায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আগে চুরি হয়েছে, এখন ডাকাতি হয়েছে। ডাকাত এখন চোর ধরছে। এতে দুর্নীতির দায় থেকে মাফ হয় না।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Wb govt gave 106 percent da how much more they want says mamata